করোনা ভাইরাস মোকাবেলায় ঘরে থাকুন, সুস্থ্য থাকুন। August 2020 - রূপকল্প ২০৪১

জনসেবার জন্য প্রশাসন।

Detail

 


জমির মালিকদের পারস্পরিক সমন্বয়হীনতার কারণে দীর্ঘ সময় ধরে আটকে ছিল হলফলা বিলের পানি। বার বার চেষ্টা করেও এলাকাবাসী ঐকমত্যে পৌঁছতে ব্যর্থ হন। আজ উপজেলা প্রশাসনের সহযোগিতায় সকলের উপস্থিতিতে হলফলা বিলের পানি নিষ্কাশনের শান্তিপূর্ণ সমাধান হলো। এলাকাবাসী নিজেদের মধ্যে দূরত্ব না রেখে শান্তিপূর্ণভাবে বসবাস করবেন বলে প্রতিশ্রুতি দিলেন

পুরোদমে শুরু হলো কদমগাছী বাঁধ মেরামতের কাজ

Detail





জনসেবার জন্য প্রশাসন। অবশেষে পুরোদমে শুরু হলো কদমগাছী বাঁধ মেরামতের কাজ। উপজেলা প্রশাসনের আহবানে সাড়া দিয়ে এলাকাবাসীর স্বেচ্ছাশ্রম সাধ্যানুযায়ী বাঁশ-খুঁটি সরবরাহ এবং স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দের আন্তরিকতায় কাজটি সহজতর হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্বেচ্ছাসেবীদের জন্য খাবারের ব্যবস্থা করা হয় হয়। একইসাথে করোনার সময়ে স্বাস্থ্যঝুঁকি এড়াতে সকলকে মাস্ক বিতরণ করা হয়। কাজে সার্বিক সহযোগিতার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।

বদলগাছীতে ৪৫ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে

Detail



 

নওগাঁ জেলার বদলগাছী উপজেলায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী ও স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে উপজেলার সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্ব শাসিত শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবন সমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রেখে শনিবার সকাল ৯ টায় স্মৃতিসৌধ প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়।

পুস্পস্তবক অর্পণ শেষে উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ আবু তাহির এর সভাপতিত্বে এক আলোচনা সভা শুরু হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন স্থানীয় সাংসদ মোঃ ছলিম উদ্দীন তরফদার (সেলিম)।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শামসুল আলম খান, ভাইস চেয়ারম্যান ইমামুল আল হাসান তিতু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আ.জ.ম. শফি মাহমুদ, সাধারন সম্পাদক আবু খালেদ বুলু,  সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহারুল ইসলাম, থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ, সদর ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম মন্ডল ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার জবির উদ্দীন (এফ.এফ) প্রমূখ।

আলোচনা শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ছাত্র-ছাত্রীদের জন্য চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

August 2020

 
Support : | RSTSBD | RSTSBD
Copyright © 2017. রূপকল্প ২০৪১ - All Rights Reserved
This Blog Published by RSTSBD
Created by Uno Badalgachi