করোনা ভাইরাস মোকাবেলায় ঘরে থাকুন, সুস্থ্য থাকুন। রূপকল্প ২০৪১
Latest Activities

উন্নয়নের এ বাংলাদেশ শেখ হাসিনার বাংলাদেশ

Detail











 

বদলগাছীতে জাতীয় যুব দিবস-পালন

Detail

 





মোঃ হাসানুজ্জামান (বদলগাছী) নওগাঁ:

নওগাঁর বদলগাছীতে যথাযোগ্যভাবে জাতীয় যুব দিবস - ২০২৩ পালন রেছে উপজেলা প্রশাসন এবং উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর - স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ - এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১ নভেম্বর সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আল্পনা ইয়াসমিন এর সভাপতিত্বে এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইবনু সাব্বির আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুল আলম খান, উপজেলা কৃষি কর্মকর্তা সাবার ফারহান, সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম, উপজেলা আওয়ামীলীগের সম্পাদক ও পাহাড়পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু হাসানাত মিজানুর রহমান কিশোর, যুগ্ম সম্পাদক আব্দুস সালাম মন্ডল, বীর মুক্তিযোদ্ধা জবির উদ্দিন প্রমুখ। আলোচনা সভা শেষে ১৮ জন প্রশিক্ষিত যুবক ও যুব মহিলার মাঝে ১০ লক্ষ ১০ হাজার টাকার যুব ঋণের চেক, সনদপত্র এবং গাছের চারা বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার আল্পনা ইয়াসমিন এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুল আলম খান।

শুভেচ্ছা ও উপহার নিয়ে বদলগাছীর ইউএনও

Detail


শারদীয় দুর্গা পূজা উপলক্ষ্য  লাঞ্চনার শিকার হওয়া গৃহবধূকে শুভেচ্ছা উপহার দিলেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা আলপনা ইয়াসমিন।
বদলগাছী  উপজেলার মথুরাপুর ইউনিয়নের গয়েশপুর বাঁশপাড়া গ্রামের গৃহিনী বাসন্তী রানীর বাড়িতে ইউএনও পূজার এ উপহার নিয়ে হাজির হন। এসময় আরো উপস্থিত ছিলেন, বদলগাছী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমাণ্ডার বীর মুক্তিযোদ্ধা জবির উদ্দিন ও মথুরাপুর ইউপি চেয়ারম্যান মাসুদ রানা।
শারদীয় দূর্গাপূজা ও আসন্ন লক্ষীপূজা উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা জবির উদ্দিনের সহযোগিতায় ইউএনও ঐ গৃহবধূকে দুটি শাড়ি উপহার দেন। সম্প্রতি ঐ গৃহবধূকে পরকীয়ার অযুহাতে গ্রাম্য শালিসে মাথা ন্যাড়া করে ঘোল ঢেলে লাঞ্ছিত করা হয়।

পূজার উপহার পেয়ে আবেগাপ্লুত গৃহবধূ বাসন্তী রানী বলেন, আমি উপহার পেয়ে খুব খুশি। এরকম উপহার আমি আগে কখনো পাইনি। ভগবানের কাছে প্রার্থনা  করি ভগবান যেন আপনাদের মঙ্গল করেন।

সূত্র : সানশাইন।

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট ২০২৩

Detail

 



বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট-২০২৩ এর ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার শুভ উদ্বোধন করেন

 জননেতা জনাব মোঃ ছলিম উদ্দিন তরফদার সম্মানিত সংসদ সদস্য ৪৮,নওগাঁ -৩। 

সভাপতিত্ব করেন সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব আলপনা ইয়াসমিন স্যার। উপস্থিত ছিলেন জনাব মোঃ আতিয়ার রহমান অফিসার ইনচার্জ বদলগাছী থানা, জনাব মো:আব্দুস সালাম যুগ্ম সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ বদলগাছী উপজেলা শাখা, জনাব মো: রাজিব আহম্মেদ উপজেলা সমাজসেবা অফিসার বদলগাছী, জনাব মো: আমিরুল ইসলাম উপজেলা শিক্ষা অফিসার বদলগাছী, জনাব মোঃ ফারুক হোসেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার বদলগাছী, জনাব ভগিরত কুমার মন্ডল সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ বদলগাছী উপজেলা শাখা।

যে কোনো মূল্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দ্রুতই “শাটডাউনের” প্রজ্ঞাপন আসছে

Detail


 

যে কোনো মূল্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দ্রুতই শাটডাউনের প্রজ্ঞাপন আসছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।  মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দেশব্যাপী ‘শাটডাউন’ দিতে যাচ্ছে সরকার।

শুক্রবার (২৫ জুন) গণমাধ্যমকে তিনি বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অনুমোদন হয়ে এলেই এই সিদ্ধান্ত কার্যকর হবে। এর আগে বৃহস্পতিবার (২৪ জুন) সন্ধ্যায় জাতীয় কারিগরি পরামর্শক কমিটির করা সারাদেশে ১৪ দিনের শাটডাউনের সুপারিশের বিষয়টি তুলে ধরে বলেছিলেন, সারাদেশে শাটডাউনের প্রস্তুতি সরকারের রয়েছে। পরিস্থিতি বিবেচনায় যে কোনো সময় সরকার তা ঘোষণা দেবে। আগের চেয়ে বিধিনিষেধ আরও কঠোর হবে। করোনা পরিস্থিতি খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছে সরকার।    

বৃহস্পতিবার বিকেলে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লাহ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে সারাদেশে ১৪ দিনের শাটডাউনের সুপারিশ কথা জানানো হয়। বুধবার (২৩ জুন) রাতে জাতীয় কারিগরি পরামর্শক কমিটির ৩৮তম সভায় এ সুপারিশ করা হয়।সভায় দেশে কোভিড-১৯ এর সাম্প্রতিক ক্রমবর্ধমান সংক্রমণ বিষয়ে বিস্তারিত বিশ্লেষণ ও আলোচনা হয়।

সুপারিশে বলা হয়, শাটডাউন চলা অবস্থায় জরুরি সেবা ছাড়া যানবাহন, অফিস-আদালতসহ সবকিছু বন্ধ রাখা প্রয়োজন। এ ব্যবস্থা কঠোরভাবে পালন করতে না পারলে আমাদের যত প্রস্তুতিই থাকুক না কেনো, সংক্রমণ এভাবে বাড়তে থাকলে স্বাস্থ্য ব্যবস্থা অপ্রতুল হয়ে পড়বে। শাটডাউন মানে হচ্ছে সবকিছু বন্ধ থাকবে, শুধু জরুরি সেবা ছাড়া। অফিস-আদালত, বাজার-ঘাট, গণপরিবহণসহ সব বন্ধ থাকবে। সবাই বাসায় থাকবে। এমনটাই জানিয়েছেন অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লাহ।তিনি বলেন, জরুরি সেবা বলতে ওষুধ, ফায়ার সার্ভিস, গণমাধ্যম ছাড়া সবকিছু দুই সপ্তাহ বন্ধ করে মানুষ যদি এই স্যাক্রিফাইস-কষ্টটুকু মেনে নেয়, তাহলে আগামীতে ভালো হবে।

অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লাহ জানান, দিল্লি এবং মুম্বাইতে শাটডাউন দিয়ে ফলাফল পেয়েছে। সেখানে ৬ সপ্তাহ গণপরিবহন বন্ধ ‍ছিল, এছাড়া দিল্লিতে আরও ৩ সপ্তাহ ছিল। দিল্লিতে প্রতিদিন একসময় ২৮ হাজার শনাক্ত হতেন, কিন্তু এখন সেখানে ১৫০ শনাক্ত হচ্ছেন। মৃত্যুও কমে এসেছে।

এদিকে দেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় সারাদেশে সরকার ঘোষিত বিধিনিষেধ চলছে। চলতি বছর করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গত ৫ এপ্রিল থেকে লকডাউন ঘোষণা করা হয়। ১৩ এপ্রিল পর্যন্ত ঢিলেঢালা লকডাউন হলেও সংক্রমণ আরও বেড়ে যাওয়ায় ১৪ এপ্রিল থেকে ‘কঠোর লকডাউন‘ ঘোষণা দেয় সরকার।পরে সিটি করপোরেশন এলাকায় গণপরিবহন চলাচলের অনুমতি দেওয়া হয়। তবে দূরপাল্লার বাস, লঞ্চ এবং ট্রেন চলাচল রোজার ঈদ পর্যন্ত বন্ধ ছিল। পরে ২৪ মে থেকে গণপরিবহন চলার অনুমতি দেওয়া হয়। একই সঙ্গে হোটেল-রেস্তোরাঁগুলো আসন সংখ্যার অর্ধেক বসিয়ে খোলা রাখার অনুমতি দেওয়া হয়।তবে করোনার সংক্রমণ বাড়তে থাকায় সারাদেশে বিধিনিষেধ কয়েক দফা বাড়ানো হয়। সর্বশেষ গত ১৬ জুন বিধিনিষেধ এক মাস বাড়িয়েছে সরকার, যা ১৫ জুলাই পর্যন্ত চলবে।

সূত্র: jugantor.com

আমাদের সহস্র সুমনের সহস্র সত্য ভাবনা

Detail


বাংলাদেশ পাবলিক সার্ভিসে পাঁচ বছর পূর্তি ও ছয় বছরে পদার্পণকে উপলক্ষ্য করে একজন সৃজনশীল  সহস্র সুমনের কিছু সহস্র সত্য ভাবনা, যা সত্যি সংগ্রহে রাখার মত! 
যা হতে পারে কারো প্রেরণার উৎস।
--------------------------------------------------------------------------------------------------------------------------
এখানে মানুষকে জানতে পারার প্রবল সম্ভাবনা আছে । কাছ থেকে দরিদ্রকে সেবা দেয়ার, তার কপাল ও গ্রীবায় যে বয়সের দাগ পড়ে গেছে তা স্পষ্ট দেখার সম্ভাবনা আছে।
সম্ভাবনা আছে উঠতি বয়সের কিশোরদের মাদক থেকে ফিরিয়ে নিয়ে আসার। তাদের বন্ধু হবার, তাদের বাবা মায়েদের ভরসার জায়গা হবার। একজন পুরুষ ও নারী কর্মচারীর নিজেদের সমান যোগ্য ও সম্ভাবনাময় প্রমাণ করার সুযোগ আছে। এখানে মৃতপ্রায় লোকেদের সেবা দেয়ার, জীবনের আলো জ্বালানোর দারুণ ব্যাপার আছে। বিপরীতে ভীষণভাবে সম্ভাবনা আছে হঠাৎ করে সংক্রামক ব্যাধীতে আক্রান্ত হওয়ার ও মরে যাওয়ার। দারুণ মানবিক হওয়ার সুযোগ আছে, আবার ইতিহাসের বিভিন্ন আয়রন হার্ট মানুষদের মতো, নির্দয় ও নিষ্ঠুর হয়ে ওঠারও চমৎকার পরিবেশ আছে। এখানে নিজেকে নিয়ে ভাবা যায়, চাইলে হতেই পারেন স্বার্থপর, ভাবতে পারেন সম্পদ ও প্রতিপত্তি নিয়ে। আবার জমি জমা, বাল্য বিবাহ, দারিদ্র দূর, নদী শাসন, মাদক, এনজিও, ভিসন ২০৪১, আয় ব্যয়, সংস্থা, রাজনীতি, নির্বাচন, প্রোটকল ইত্যাদি ভাবতে ভাবতে হার্ট দুর্বল হয়ে যাওয়ার ভয়ংকর সম্ভাবনা আছে। বিপরীতও আছে, সুরে সঙ্গীতে, কাব্যে ও ঝংকারে, মানবিক সম্পর্কগুলোর অলংকারে সুসজ্জিত হওয়ার আয়োজন আছে। দেশে - বিদেশে শিক্ষা নেয়ার, ভ্রমণ করার সুযোগ আছে। সম্ভাবনা আছে হঠাৎ করেই বিদেশে বসবাসরত অবস্থায় প্রিয়জনের মৃত্যুর সংবাদ শোনার। অনেক নতুন মানুষের সাথে পরিচয় হবে মুহূর্তে মুহূর্তে। কিন্তু সেই স্কুলের পথে একসাথে জামরুল পারা বন্ধুটির ফোন ধরতে না পারার বিপত্তি আছে। পাগলা ঘোড়ার মত ব্যস্ততা আছে, কেউ পেছন ফিরে ডাকলে ঘুরে তাকাবেন এমন সময়ও পাওয়া যাবে না, এমন সম্ভাবনা আছে। নানা স্তরে, নানা পদে হাজারো বৈচিত্র্যে হঠাৎই জীবন প্রবল আনন্দঘণ হয়ে ওঠার সম্ভাবনা আছে বটে। সে আনন্দের ঘোরে চোখের পলকে এক বিচিত্র জীবন ফুরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। শত শত মানুষের সাথে কত কত কথা বলার সুযোগ আছে! আবার পেশাগত জীবন শেষে একা একা কথা বলারও আসংকাও থেকে যায়। অনেক পরিবারকে ভেঙ্গে যাওয়া থেকে রক্ষা করা যায়। আবার নিজের পরিবারকে পর্যাপ্ত সময় না দিতে পারার অপরাধবোধের দংশনে আক্রান্ত হওয়ার বিপদ থাকতেও পারে। পদে পদে প্রশংসিত হবার মতো কাজের স্তুপ আছে। ডানে বামে কালিমা লেপে অপদস্ত করার জন্য স্বার্থান্বেষী মহলের আনাগোনাও আছেই। অনেক ওপরে, জানি না কত ওপরে, ওঠার নাকি সম্ভাবনা আছে। হঠাৎ করেই কারণে বা অকারণে পা পিছলে অনেক গহীনে পড়ে যাওয়ার বিপদসংকূল পরিবেশও আছে। সবই আছে, আবার কিছুই নাই। শূণ্য থেকে শুরু, শূণ্যে শেষ। দিন শেষে মানুষের ভালোবাসা ও ঘৃণার সমন্বয়ে বেঁচে থাকার এক অদ্ভুত আনন্দ এখানে আছে।
--------------------------------------------------সহস্র সুমন-------------------------------------------------------
ফেসবুক হতে সংকলিত

নুর ইসলামকে ত্রাণ ও দুর্যোগ অধিদপ্তরের সহায়তা প্রদান

Detail


বদলগাছির পাহাড়পুর সোমপুর বিহারের পাশে অবস্থিত নুর ইসলামের দোকানটি কিছুদিন আগে পুড়ে গিয়েছিল।

নুর ইসলামকে ত্রাণ ও দুর্যোগ অধিদপ্তরের দেয়া ০৩ বান্ডিল টিন ও ৯০০০/- টাকা সহায়তা

 প্রদান করেন ৪৮, নওগাঁ -৩ (মহাদেবপুর -বদলগাছি) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মো. ছলিম উদ্দিন তরফ

 
Support : | RSTSBD | RSTSBD
Copyright © 2017. রূপকল্প ২০৪১ - All Rights Reserved
This Blog Published by RSTSBD
Created by Uno Badalgachi