করোনা ভাইরাস মোকাবেলায় ঘরে থাকুন, সুস্থ্য থাকুন। July 2020 - রূপকল্প ২০৪১

অনলাইন কুইজ প্রতিযোগিতার সিলেবাস

Detail



বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনলাইন কুইজ প্রতিযোগিতার ০৫টি ক্যাটাগরির সিলেবাস নিন্মে দেয়া হলো
) প্রশ্ন mcq পদ্ধতিতে হবে প্রতিটি প্রশ্নের ০৪টি অপশন থাকবে এবং প্রতিটি প্রশ্নের জন্য ১৫-২০ সেকেন্ড সময় পাওয়া যাবে প্রতিটি ক্যাটাগরিতে ৫০টি করে প্রশ্ন থাকবে
) পরীক্ষা অনলাইন প্লাটফর্ম www.quizizz.com এর মাধ্যমে নেয়া হবে স্মার্টফোন বা পিসি ব্যবহার করে সকলে নিজ নিজ বাসা থেকে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এক্ষেত্রে ইন্টারনেট সংযোগ থাকা আবশ্যক সংক্রান্ত ভিডিও টিউটোরিয়াল শীঘ্রই আপলোড করা হবে
) দ্রুততম সময়ে সর্বোচ্চ সঠিক উত্তরদাতাকে বিজয়ী বলে গণ্য হবেন মূল পরীক্ষার আগে একদিন সুবিধাজনক সময়ে quizizz প্লাটফর্মে অভ্যস্ত হওয়ার জন্য একটি মডেল টেস্ট নেয়া হবে মডেল টেস্টের সময় পরবর্তীতে জানিয়ে দেয়া হবে
) রেজিস্ট্রেশন শেষে সকলের নামের তালিকা রেজিস্ট্রেশন নাম্বার দেয়া হবে রেজিস্ট্রেশন নাম্বার দিয়েই সকলে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে
) যে সকল রেজিস্ট্রেশনকারী এখনও গ্রুপে সংযুক্ত হয়নি বা নওগাঁ জেলার শিক্ষা প্রতিষ্ঠানের যে সকল শিক্ষার্থী এখনও রেজিস্ট্রেশন করেনি তাদের এই গ্রুপে invite করা যেতে পারে
) সিলেবাসের টপিক কিছু কিছু গ্রুপের জন্য একই হলেও প্রত্যেক ক্যাটাগরির স্ট্যান্ডার্ড অনুসারে প্রশ্ন করা হবে
রেজিস্ট্রেশন করতে এই লিংকে ক্লিক করুন- https://m.facebook.com/groups/618532088767438?view=permalink&id=619021708718476


মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা ৫০,০০০/= টাকার চেক প্রদান

Detail


সুপ্রশাসন বদলগাছী উপজেলার পক্ষ হতে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যাক্তিকে মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা ৫০,০০০/= টাকার চেক প্রদান। উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার ।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বর্ষায় দুর্গতদের সহায়তা

Detail



উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বর্ষায় দুর্গতদের চাল, ডাল, তেল, লবণসহ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয় একইসাথে তাদের নিকটস্থ নিরাপদ স্থানে স্থানান্তরের ব্যবস্থা করা হয়

সম্মানিত অভিভাবক বৃন্দ, নিয়মিত আপনার সন্তানের খোঁজ খবর রাখুন।

Detail


 নদীতে গোসল করতে গিয়ে ডুবে যাওয়া স্কুল শিক্ষার্থীকে উদ্ধারে উপজেলা প্রশাসন, পুলিশ ফায়ার সার্ভিসের চৌকস ডুবুরি দলের যৌথ অভিযান চলমান সম্মানিত অভিভাবক বৃন্দ, নিয়মিত আপনার সন্তানের খোঁজ খবর রাখুন

মাস্ক ব্যবহার সংক্রান্ত নির্দেশনা।

Detail

অনলাইন কুইজ প্রতিযোগিতা

Detail

রেজিস্ট্রেশনের সময়সীমা- ২০ জুলাই,২০২০ হতে ৩১ জুলাই,২০২০ পর্যন্ত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসন, নওগাঁ "শত আলোয় উদ্ভাসিত মুজিব" শিরোনামে অনলাইন কুইজ প্রতিযোগিতা আয়োজন করতে যাচ্ছে নওগাঁ জেলার শিক্ষা প্রতিষ্ঠানসমূহে অধ্যয়নরত শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন এছাড়াও ২০১৮ সালের পর যারা নওগাঁ জেলার শিক্ষা প্রতিষ্ঠান হতে Degree/Pass/Honors/Masters/Equivalent পাশ করেছেন তারাও এই কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন

কুইজের ক্যাটাগরিসমূহ:

) ক্যাটাগরি : ৫ম শ্রেণী পর্যন্ত
) ক্যাটাগরি : ৬ষ্ঠ - ৮ম শ্রেণী পর্যন্ত
) ক্যাটাগরি : ৯ম - ১০ম শ্রেণী পর্যন্ত
) ক্যাটাগরি : উচ্চমাধ্যমিক/ সমমান
) ক্যাটাগরি : ডিগ্রী/ পাস/ স্নাতক/ স্নাতকোত্তর সমমান

জেলা প্রশাসন নওগাঁর ফেসবুক পেজ এবং ওয়েবসাইট হতেও রেজিস্ট্রেশন করা যাবে

রেজিস্ট্রেশন লিংকhttps://docs.google.com/forms/d/e/1FAIpQLSczaRDLPYHZRQiZZPXUq-EpVK2JeT9Lbz6ov9KZyoLeF3Zl_Q/viewform?usp=pp_url

পরীক্ষার সিলেবাস, তারিখ, নিয়মাবলী পরীক্ষা পদ্ধতি জেলা প্রশাসন, নওগাঁর ফেসবুক গ্রুপ, পেজ এবং ওয়েবসাইটে জানিয়ে দেয়া হবে
রেজিস্ট্রেশন সম্পন্ন করে পরবর্তী নির্দেশনার জন্য "MUJIB 100 NAOGAON" ফেসবুক গ্রুপে যোগদান করুন

গ্রুপের লিংক

গুরুত্বপূর্ণ তথ্য : করোনা ভাইরাস কী বায়ুবাহিত সংক্রমণ ? এর অর্থ কী ?

Detail
বিশ্ব স্বাস্থ্য সংস্থা কয়েকদিন আগে পর্যন্তও করোনা ভাইরাসের উপস্থিতি থাকা কোনো সমতলে স্পর্শ করার মাধ্যমেই কেবল কোভিড-১৯ সংক্রমণ হতে পারে বলে ধারণা করছিলো 


প্রথম দিকে ধারণা করা হতো যে হাঁচি বা কাশির ফলে ছড়ানো ড্রপলেটের মাধ্যমেই করোনা ভাইরাস ছড়ানো সম্ভব
সে কারণেই মহামারির শুরুর দিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তারা কোভিড-১৯ থেকে সুরক্ষার জন্য হাত ধোয়াকে অন্যতম একটি পদক্ষেপ হিসেবে বিবেচনা করেছিলেন
কিন্তু এখন তারা বলছেন, বিশেষ পরিস্থিতিতে করোনাভাইরাসের 'বায়ুবাহিত সংক্রমণের' আশঙ্কা থাকতে পারে
যেখানে মানুষের ভিড় বেশি, ঘর বন্ধ কিংবা যেখানে বাতাস চলাচলের ভালো ব্যবস্থা নেই - সেসব জায়গায় বাতাসের মাধ্যমে করোনাভাইরাস সংক্রমণের বিষয়টি উড়িয়ে দেয়া যায় না, এমন কথাই এখন বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
অর্থাৎ শ্বাস-প্রশ্বাসের সময় বা কথা বলার সময় মুখ থেকে বের হওয়া অতি ক্ষুদ্র কণার মাধ্যমেও করোনাভাইরাস সংক্রমণ হতে পারে
আর এই ধরণের সংক্রমণের প্রমাণ সম্পর্কে যদি নিশ্চিত হওয়া যায়, তাহলে বদ্ধ জায়গায় কীভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, সেই সংক্রান্ত গাইডলাইনে পরিবর্তন আসতে পারে


শুরুর দিকে ধারণা করা হতো যে হাঁচি বা কাশির ফলে ছড়ানো ড্রপলেটের মাধ্যমেই করোনাভাইরাস ছড়ানো সম্ভব
সে কারণেই মহামারির শুরুর দিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তারা কোভিড-১৯ থেকে সুরক্ষার জন্য হাত ধোয়াকে অন্যতম একটি পদক্ষেপ হিসেবে বিবেচনা করেছিলেন।
কিন্তু এখন তারা বলছেন, বিশেষ পরিস্থিতিতে করোনাভাইরাসের 'বায়ুবাহিত সংক্রমণের' আশঙ্কা থাকতে পারে
যেখানে মানুষের ভিড় বেশি, ঘর বন্ধ কিংবা যেখানে বাতাস চলাচলের ভালো ব্যবস্থা নেই - সেসব জায়গায় বাতাসের মাধ্যমে করোনাভাইরাস সংক্রমণের বিষয়টি উড়িয়ে দেয়া যায় না, এমন কথাই এখন বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
অর্থাৎ শ্বাস-প্রশ্বাসের সময় বা কথা বলার সময় মুখ থেকে বের হওয়া অতি ক্ষুদ্র কণার মাধ্যমেও করোনাভাইরাস সংক্রমণ হতে পারে।
আর এই ধরণের সংক্রমণের প্রমাণ সম্পর্কে যদি নিশ্চিত হওয়া যায়, তাহলে বদ্ধ জায়গায় কীভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, সেই সংক্রান্ত গাইডলাইনে পরিবর্তন আসতে পারে।



সংক্রমণ কী বায়ুবাহিত?
ব্যাকটেরিয়া বা ভাইরাস -বাহিত যেসব কণা বাতাসে কয়েক ঘণ্টা পর্যন্ত ভেসে থাকতে পারে, তেমন কণা নিশ্বাসের সাথে গ্রহণ করার মাধ্যমে ভাইরাস বা ব্যাকটেরিয়ার বায়ুবাহিত সংক্রমণ হয়ে থাকে
অতি ক্ষুদ্র এসব ড্রপলেট বড় পরিসরের জায়গা জুড়ে ছড়িয়ে থাকতে পারে
বায়ুবাহিত রোগের উদাহরণ হলো যক্ষ্মা, ফ্লু এবং নিউমোনিয়া
বিশ্ব স্বাস্থ্য সংস্থা মনে করছে, বদ্ধ জায়গায় বা যেসব জায়গায় ভিড় আছে, এরকম স্থানে বাতাসের মাধ্যমে করোনাভাইরাস ছড়ানো সম্ভব
এটি কতক্ষণ  বাতাসে টিকে থাকে
একটি গবেষণায় দেখা গেছে, কৃত্রিমভাবে বাতাসে ছড়িয়ে দেয়া করোনাভাইরাস তিন ঘণ্টা পর্যন্ত বেঁচে থাকতে পারে
তবে এই পরীক্ষাটি ল্যাবরেটরিতে করা হয়েছে, আর বাস্তব জীবনে পরিস্থিতি ল্যাবরেটরির চেয়ে ভিন্ন হতে পারে বলে মনে করেন বিজ্ঞানীরা তাই বাস্তব জীবনে ভাইরাস বেঁচে থাকার সময়ে তারতম্য হতে পারে
বাতাসের মাধ্যমে করোনাভাইরাস ছড়ানোকে 'সুপারস্প্রেডিং' হিসেবে বলা হচ্ছে
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের মাউন্ট ভারমন শহরে একজন নারী ৪৫ জনের মধ্যে সংক্রমণ ছড়িয়েছেন বলে ধারণা করা হচ্ছে ওই নারী সংক্রমিতদের সাথে একই গায়ক দলের অংশ হয়ে অনুষ্ঠানে গান গেয়েছিলেন
সংক্রমিতদের মধ্যে অনেকেই সামাজিক দূরত্ব মানা সংক্রান্ত কোনো নিয়ম ভাঙ্গেননি
চীনের গুয়াংজুতে জানুয়ারিতে একই ধরণের একটি ঘটনার কথা জানা যায় ওই ঘটনায় একজন ভাইরাস বহনকারী ব্যক্তি রেস্টুরেন্টে খেতে গিয়ে নয় জনকে সংক্রমিত করেছিলেন বলে ধারণা করা হয়
বিজ্ঞানীদের মতে, ওই ঘটনায় সংক্রমিতদের একজন ভাইরাস বাহকের চেয়ে ছয় মিটার দূরে অবস্থান করছিলেন

করণীয় কী?

কোন রোগ যেভাবে সংক্রমিত হয়, সেটার উপর ভিত্তি করে নির্ধারণ করা হয় সেটির সংক্রমণ কীভাবে থামানো যাবে
কোভিড-১৯ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বর্তমান গাইডলাইনে অন্তত ২০ সেকেন্ড ধরে সাবান দিয়ে হাত ধোয়া ছাড়াও সামাজিক দূরত্ব মেনে চলার পরামর্শ দেয়া হয়েছে
তবে বিজ্ঞানীদের অনেকে এখন বলছেন যে এই কাজগুলো জরুরি হলেও বাতাসে করোনাভাইরাস সংক্রমণ থেকে নিরাপত্তা দিতে শুধু এই পদক্ষেপগুলোই যথেষ্ট নয়
বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের সবশেষ গাইডলাইনে এখনও পরিবর্তন না আনলেও নতুন পাওয়া তথ্য-উপাত্তগুলো যাচাই করে দেখছে তারা
সম্প্রতি পাওয়া প্রমাণের বিষয়ে নিশ্চিত হওয়া গেলে গাইডলাইনে পরিবর্তন আসতে পারে, যেখানে মাস্কের আরো ব্যাপক ব্যবহার, দূরত্ব মানার ক্ষেত্রে আরো কঠোরতা অবলম্বনের - বিশেষ করে রেস্টুরেন্ট, পানশালা এবং গণপরিবহণে - বিষয়গুলোতে জোর দেয়ার প্রয়োজন হতে পারে

বিশ্ব স্বাস্থ্য সংস্থা কেন গাইডলাইনে পরিবর্তন আনার কথা ভাবছে?
এইতো কয়েকদিন আগে  ৩২টি দেশের ২৩৯ জন বিজ্ঞানী বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে একটি খোলা চিঠি লিখেছেন, যেখানে বায়ুবাহিত সংক্রমণের বিষয়টিকে মাথায় রেখে করোনাভাইরাস গাইডলাইন আপডেট করার আহ্বান জানান তারা
সেই চিঠিতে স্বাক্ষর করা রসায়নবিদ এবং কোলোরাডো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জোসে জিমেনেজ বলেন, "আমরা চেয়েছি যেন তারা প্রমাণগুলোকে স্বীকৃতি দেয়"
"এমন না যে এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিরুদ্ধে আক্রমণ এটি একটি বৈজ্ঞানিক বিতর্ক আমরা এটি জনসম্মুখে নিয়ে এসেছি, কারণ আমাদের মনে হয়েছে বেশ কয়েকবার বলার পরও তারা আমাদের কথা শুনছে না"
চিঠির জবাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংক্রমণ প্রতিরোধ নিয়ণ্ত্রণ বিভাগের কারিগরী বিষয়ক প্রধান বেনেডেটা আলেগ্রানজি বলেন, 'জনবহুল, বদ্ধ জায়গায় করোনাভাইরাসের বায়ুবাহিত সংক্রণের সম্ভাবনা উড়িয়ে দেয়ার মতো না

সূত্র: bbc.com
 
 

July 2020

 
Support : | RSTSBD | RSTSBD
Copyright © 2017. রূপকল্প ২০৪১ - All Rights Reserved
This Blog Published by RSTSBD
Created by Uno Badalgachi