করোনা ভাইরাস মোকাবেলায় ঘরে থাকুন, সুস্থ্য থাকুন। July 2017 - রূপকল্প ২০৪১

বদলগাছীতে সুযোগ্য ইউএনও দ্বয়কে একই সাথে স্বাগত উপহার ও বিদায়ী উপহার প্রদান করলো বদলগাছী উপজেলার উদ্যোক্তাগন

Detail


বদলগাছী উপজেলার সকল ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের পক্ষ হতে বদলগাছী ইউনিয়ন পরিষদের প্রধান উদ্যোগতা সবার প্রিয় সিপার ভাই সুযোগ্য ইউএনও জনাব হোসাইন শওকত সাহেবকে বিদায়ী উপহার প্রদান করেন। এবং একই সাথে  বদলগাছীতে আগত নতুন প্রিয় মুখ ইউএনও জনাব মো: মাসুম আলী বেগ সাহেবকে স্বাগত উপহার দিয়ে বরণ করে নেন। তখন সকলের উপস্থিতেই একটি ভালবাসায় পূর্ন মায়াঘন পরিবেশের সৃষ্টি হয়।

বিদ্যাসাগর ইন্সটিটিউটকে ভালবেসেছিলেন তিঁনি হৃদয় দিয়ে ----- রজত গোস্বামী

Detail


বিদ্যাসাগর ইন্সটিটিউটকে ভালবেসেছিলেন তিঁনি হৃদয় দিয়ে। তাই শত ব্যস্ততারর মাঝেও নবাগত উপজেলা নির্বাহী অফিসার মো: মাসুম আলী বেগ স্যারকে নিয়ে বিদ্যাসাগর ইন্সটিটিউটের ছাত্র/ছাত্রীদের সাথে পরিচয় করিয়ে দিলেন। তিঁনি আমাদের শ্রদ্ধেয় বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: হুসাইন শওকত স্যার।বিদ্যাসাগর ইন্সটিটিউটের সকলেই আপনাকে মনে রাখবে স্যার। আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মংগল কামনা করি।

বদলগাছী উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বিশেষ উপহার

Detail

বদলগাছী উপজেলার বিদায়ী সকলের প্রিয় উপজেলা নির্বাহী জনাব মোঃ হুসাইন শওকত স্যার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের জন্য টাই হস্তান্তর করেছেন। সকল প্রধান শিক্ষকদের সংশ্লিষ্ট AUEO গনের নিকট থেকে গ্রহনের জন্য অনুরোধ করা হলো।

আবার হবে তো দেখা এ দেখাই শেষ দেখা নয়তো!

Detail
আবার হবে তো দেখা এ দেখাই শেষ দেখা নয়তো! এক্ষণটা বিদায়ের :( । বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা, সাদা মনের মানুষ Hossain Sawkat স্যার আমাদের উপজেলা হতে যশোহর পদোন্নতি জনিত কারণে বদলী হয়েছেন।
আমাদের সকল ভালোকাজে ছায়ার মতো পাশে পেয়েছি স্যারকে। তাঁর চলে যাওয়া আমাদের জন্য অত্যন্ত কষ্টের। তবু এ চলে যাওয়া যেহেতু আবশ্যকই তাই আমরা আজ সবাই মিলে বিদায়ী সম্মাননা স্মারক তুলে দিলাম তাঁকে।
স্যার আপনার জন্য আলোর সন্ধানে'র শুভকামনা রইলো। সবসময় ভালো থাকবেন এই প্রত্যাশা ব্যক্ত করছি।
"শুভ শক্তির জয় হোক"
গুনগ্রাহী:
আলোর সন্ধানের সদস্যবৃন্দ

সকলের প্রিয় শিক্ষা অনুরাগী সাদামনের এই মানুষটা বদলগাছীবাসির মায়া কাটিয়ে চলে যাবেন

Detail
আজ যোহর নামাজের পর অফিসার্স ক্লাব, বদলগাছী , নওগাঁ কর্তৃক (অফিসার্স ক্লাব ভবনে) আয়োজিত বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ হুসাইন শওকত স্যারের ফেয়ার ওয়েল অনুষ্ঠানে সকল উপদেষ্টা ও অফিসারবৃন্দ আমন্ত্রিত ।সকলের প্রিয় শিক্ষা অনুরাগী সাদামনের এই মানুষটা বদলগাছীবাসির মায়া কাটিয়ে চলে যাবেন। রেখে যাবেন স্মৃতি।
বদলগাছীবাসির  অকৃত্রিম ভালবাসা ও কৃতজ্ঞতা রইলো এই মানুষটির প্রতি যার অকৃত্রিম ভালবাসা আর কর্মগুনে সত্যি আচ্ছন্ন হয়ে ছিল বদলগাছির আপামর জনসাধারণ।

বেকার যুবমহিলাদের ব্লক ও বাটিক প্রিন্টিং প্রশিক্ষণ

Detail
গণপ্রজাতন্ত্রী_বাংলাদেশ_সরকার_ও_জাইকার_অর্থায়নে_বেকার_যুবমহিলাদের_ব্লক_ও_বাটিক_প্রিন্টিং_প্রশিক্ষণ:-- *** আজ থেকে জেলা পরিষদ ডাক বাংলো মিলনায়তন, বদলগাছীতে GOB ও JICAর অর্থায়নে বেকার যুব মহিলাদের ব্লক ও বাটিক প্রিন্টিং প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন হল । ইউএনও জনাব মোঃ হুসাইন শওকত স্যারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস শাম্মী আখতার, জাইকার উপজেলা ফ্যাসিলিটেটর জনাব হাসিবুল ইসলাম, প্রশিক্ষক মিসেস সামসী আরা, মিসেস বিলকিস পিয়ারা বানু ও মিসেস মাকসুদা বেগম ।

সবার_উপর_মানুষ_সত্য

Detail
সবার_উপর_মানুষ_সত্য গত Valentines day তে বদলগাছীর পিন্ডিরা গ্রামের এই মা হারা বুদ্ধি প্রতিবন্ধী মেয়ে সাবিনা ও তার ভূমিহীন, গৃহহীন, নিঃস্ব বাবা আব্দুস সাত্তারের ভালোবাসা দেখে fb-তে কিছু কথা লিখেছিলাম যা ইউএনও জনাব হুসাইন শওকত স্যারের হৃদয় স্পর্শ করেছিল । তারই ধারাবাহিকতায় আজ অসহায় বাবা-মেয়ের হাতে একটি চার্জার ভ্যান তুলে দিলেন তিনি । ইতোমধ্যে মেয়েটিকে প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করেছেন সমাজসেবা অফিসার ও আরেক সাদামনের মানুষ সমাজসেবা অফিসের শ্রী রজত গোস্বামী। বৃদ্ধের বয়স্ক ভাতার ব্যবস্থাও হচ্ছে । ধন্য মানবতা, ধন্য বিবেকবান সাদামনের মানুষ ইউএনও স্যার। ...... একটু ভালো করে ছবি গুলো দেখুন .......... বুদ্ধি প্রতিবন্ধী মেয়েটির চোখে যে কৃতজ্ঞতার প্রতিচ্ছবি, জীবন সায়াহ্নে উপনীত অসহায়, নিঃস্ব বৃদ্ধ মানুষটির বুক থেকে পাথর নেমে যাওয়ার যে নির্ভার মুখচ্ছবি ....... তা আপনি কোন নিক্তিতে পরিমাপ করবেন ? কেনা কি যাবে- কোটি টাকা দিয়ে বাবা-মেয়ের এই মুহুর্তের সুখ গুলো?

এরা সবাই ঝাড়ঘরিয়া সপ্রাবি'র ৪র্থ শ্রেণির মেধাবী ছাত্র/ছাত্রী। এই বছরে (গতকাল পর্যন্ত ) তারা একদিনও স্কুল কামাই করেনি

Detail
এরা সবাই ঝাড়ঘরিয়া সপ্রাবি'র ৪র্থ শ্রেণির মেধাবী ছাত্র/ছাত্রী। এই বছরে (গতকাল পর্যন্ত ) তারা একদিনও স্কুল কামাই করেনি। অনন্য এই কৃতিত্বের জন্য তাদেরকে পুরস্কৃত করলেন শিক্ষানূরাগী ইউএনও জনাব মোঃ হুসাইন শওকত স্যার ।



কাস্টগাড়ী আশ্রয়ণ প্রকল্পে পুনর্বাসিত প্রাপ্তবয়স্কদের ১৪ দিন মেয়াদী পেশাভিত্তিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান

Detail
নহেলা - কাস্টগাড়ী আশ্রয়ণ প্রকল্পে পুনর্বাসিত প্রাপ্তবয়স্কদের ১৪ দিন মেয়াদী পেশাভিত্তিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ হুসাইন শওকত স্যার, ইউএনও, বদলগাছী, নওগাঁ । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ আব্দুর রহমান, চেয়ারম্যান, মথুরাপুর ইউপি ।


বড় বোন ফারজানা ক্লাসে, বাইরে ঝুম বৃষ্টি

Detail
বড় বোন ফারজানা ক্লাসে, বাইরে ঝুম বৃষ্টি। টিফিন টাইমে বাসায় যেতে পারেনি ফারজানা, তাতে কি, ছোট ভাই নোমান আছে না? বৃষ্টিতে ভিজে-নেয়ে বড় বোনকে টিফিন পৌঁছিয়ে দিয়ে তার পর নিশ্চিন্ত হলো ছোট ভাই নোমান । এই আমার সোনার বাংলার সোনালী নতুন প্রজন্ম .... এরাই এই দেশকে এগিয়ে নেবে.... অন্যের বিপদে বা প্রয়োজনে বাড়িয়ে দেবে সহানুভূতির হাত । ছবিটি আজ ঝাড়ঘরিয়া সপ্রাবি তে শিক্ষানূরাগী ইউএনও জনাব হুসাইন শওকত স্যারের সাথে পরিদর্শন কালে আকস্মিকভাবে তোলা ।

Lovely Moments of UNO Badalgachi.

Detail
 With cute daughter Samara.

July 2017

 
Support : | RSTSBD | RSTSBD
Copyright © 2017. রূপকল্প ২০৪১ - All Rights Reserved
This Blog Published by RSTSBD
Created by Uno Badalgachi