করোনা ভাইরাস মোকাবেলায় ঘরে থাকুন, সুস্থ্য থাকুন। ভিশন-২১ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় - রূপকল্প ২০৪১

ভিশন-২১ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায়

 


প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘করোনার কারণে এখন ডিজিটাল পদ্ধতিতে পাঠদানের নতুন সংস্কৃতি চালু হয়েছে। মহামারিতে যেহেতু এখন আধুনিক ডিজিটাল পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম চালাতেই হচ্ছে,
 তাই শিক্ষকদেরও প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণের ব্যবস্থা থাকা দরকার।’

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দেয়া আদেশ অনুসারে বদলগাছী উপজেলা প্রশাসন কর্তৃক পরিচালিত  পাহাড়পুর আদিবাসী আই.সি.টি প্রশিক্ষণ কেন্দ্রে নিয়োমিত শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

 

 


যেন ভিশন-২১ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রত্যেক শিক্ষককে কাঙ্খিত জ্ঞান, দৃষ্টিভঙ্গির পরিবর্তন ও  দক্ষতা অর্জনের মাধ্যমে দেশের উন্নয়ন সাধন করা সম্ভব হয়।

বাংলাদেশ সরকার কর্তৃক প্রদেয় পর্যাপ্ত শিখন-শেখানো এবং গবেষণা করার প্রয়োজনীয় তথ্য ও উৎস রয়েছে।
এ লক্ষ্যে আমাদের পদক্ষেপ-   

১। প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকদের নতুন জ্ঞান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন এবং দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন আনা।

২। জাতীয় পর্যায়ের প্রশিক্ষণ প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠান সমূহের ভিতরে আন্তঃযোগাযোগ ও সহযোগিতা তৈরী করা।

৩। জাতীয় প্রয়োজনে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচী, ওয়ার্কশপ ও সেমিনার এর আয়োজন ও পরিচালনা করা।

৪। শিক্ষকদের শিখন-শিক্ষণ মান বৃদ্ধি করা।

৫। তথ্য প্রযুক্তি সম্মৃদ্ধ শিক্ষা ব্যবস্থা চালু করা।

৬। Vission-২০২১ অর্জন করা।

৭। শিক্ষায় SDG-4 (Sustainable Development Goal 4) অর্জনে সহায়ক ভূমিকা পালন করা।

৮। মক্তিযুদ্ধের চেতনায় প্রশিক্ষণার্থীদের অনুপ্রাণিত করা এবং শিক্ষাকে সৃজনধর্মী ও প্রয়োগমুখী করার ক্ষেত্রে ভূমিকা পালন করা।

 তথ্য সূত্র: somoynews

 তথ্য সূত্র: hstti .

Related post you might see:

Share this product :

Post a Comment

 
Support : | RSTSBD | RSTSBD
Copyright © 2017. রূপকল্প ২০৪১ - All Rights Reserved
This Blog Published by RSTSBD
Created by Uno Badalgachi