করোনা ভাইরাস মোকাবেলায় ঘরে থাকুন, সুস্থ্য থাকুন। 2023 - রূপকল্প ২০৪১

বদলগাছীতে জাতীয় যুব দিবস-পালন

Detail

 





মোঃ হাসানুজ্জামান (বদলগাছী) নওগাঁ:

নওগাঁর বদলগাছীতে যথাযোগ্যভাবে জাতীয় যুব দিবস - ২০২৩ পালন রেছে উপজেলা প্রশাসন এবং উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর - স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ - এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১ নভেম্বর সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আল্পনা ইয়াসমিন এর সভাপতিত্বে এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইবনু সাব্বির আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুল আলম খান, উপজেলা কৃষি কর্মকর্তা সাবার ফারহান, সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম, উপজেলা আওয়ামীলীগের সম্পাদক ও পাহাড়পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু হাসানাত মিজানুর রহমান কিশোর, যুগ্ম সম্পাদক আব্দুস সালাম মন্ডল, বীর মুক্তিযোদ্ধা জবির উদ্দিন প্রমুখ। আলোচনা সভা শেষে ১৮ জন প্রশিক্ষিত যুবক ও যুব মহিলার মাঝে ১০ লক্ষ ১০ হাজার টাকার যুব ঋণের চেক, সনদপত্র এবং গাছের চারা বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার আল্পনা ইয়াসমিন এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুল আলম খান।

শুভেচ্ছা ও উপহার নিয়ে বদলগাছীর ইউএনও

Detail


শারদীয় দুর্গা পূজা উপলক্ষ্য  লাঞ্চনার শিকার হওয়া গৃহবধূকে শুভেচ্ছা উপহার দিলেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা আলপনা ইয়াসমিন।
বদলগাছী  উপজেলার মথুরাপুর ইউনিয়নের গয়েশপুর বাঁশপাড়া গ্রামের গৃহিনী বাসন্তী রানীর বাড়িতে ইউএনও পূজার এ উপহার নিয়ে হাজির হন। এসময় আরো উপস্থিত ছিলেন, বদলগাছী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমাণ্ডার বীর মুক্তিযোদ্ধা জবির উদ্দিন ও মথুরাপুর ইউপি চেয়ারম্যান মাসুদ রানা।
শারদীয় দূর্গাপূজা ও আসন্ন লক্ষীপূজা উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা জবির উদ্দিনের সহযোগিতায় ইউএনও ঐ গৃহবধূকে দুটি শাড়ি উপহার দেন। সম্প্রতি ঐ গৃহবধূকে পরকীয়ার অযুহাতে গ্রাম্য শালিসে মাথা ন্যাড়া করে ঘোল ঢেলে লাঞ্ছিত করা হয়।

পূজার উপহার পেয়ে আবেগাপ্লুত গৃহবধূ বাসন্তী রানী বলেন, আমি উপহার পেয়ে খুব খুশি। এরকম উপহার আমি আগে কখনো পাইনি। ভগবানের কাছে প্রার্থনা  করি ভগবান যেন আপনাদের মঙ্গল করেন।

সূত্র : সানশাইন।

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট ২০২৩

Detail

 



বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট-২০২৩ এর ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার শুভ উদ্বোধন করেন

 জননেতা জনাব মোঃ ছলিম উদ্দিন তরফদার সম্মানিত সংসদ সদস্য ৪৮,নওগাঁ -৩। 

সভাপতিত্ব করেন সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব আলপনা ইয়াসমিন স্যার। উপস্থিত ছিলেন জনাব মোঃ আতিয়ার রহমান অফিসার ইনচার্জ বদলগাছী থানা, জনাব মো:আব্দুস সালাম যুগ্ম সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ বদলগাছী উপজেলা শাখা, জনাব মো: রাজিব আহম্মেদ উপজেলা সমাজসেবা অফিসার বদলগাছী, জনাব মো: আমিরুল ইসলাম উপজেলা শিক্ষা অফিসার বদলগাছী, জনাব মোঃ ফারুক হোসেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার বদলগাছী, জনাব ভগিরত কুমার মন্ডল সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ বদলগাছী উপজেলা শাখা।

2023

 
Support : | RSTSBD | RSTSBD
Copyright © 2017. রূপকল্প ২০৪১ - All Rights Reserved
This Blog Published by RSTSBD
Created by Uno Badalgachi