করোনা ভাইরাস মোকাবেলায় ঘরে থাকুন, সুস্থ্য থাকুন। 2016 - রূপকল্প ২০৪১

৮০০ মিঃ সড়ক পাঁকা করণ কাজের শুভ উদ্বোধন

Detail
নওগাঁর বদলগাছী উপজেলা ডাঙ্গীসারা ছেলেকালী পূজা মন্ডপ হইতে কাদিবাড়ী হয়ে জিধিরপুর ঝরনা রাইসমিল পর্যন্ত সড়কের ৮০০ মিঃ সড়ক পাঁকা করণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল শুত্রুবার বিকাল ৪ টায় উক্ত রাস্তার পাঁকা করন কাজের উদ্বোধন করেন রাজশাহী বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সাবেক এমপি আলহাজ ড. মোঃ আকরাম হোসেন চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির সঙ্গে ছিলেন বিএমডিএ’র নওগাঁ জেলা নির্বাহী প্রকৌশলী মোঃ শরিফুল ইসলাম, বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার মোঃ হুসাইন শওকত, বিএমডিএ’র সহকারী প্রকৌশলী মোঃ হারুন অর রশিদ, উপজেলা আওয়াীমলীগ সভাপতি আ.জা.ম শফি মাহমুদ, সাধারন সম্পাদক আবু খালেদ বুলু, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী হেলাল, আনোয়ার হোসেন, জেলা মহিলা যুবলীগ এর সাধারন সম্পাদক ফেন্সি চৌধুরী, উপজেলা মহিলা যুবলীগ এর সভাপতি মমতাজ বেগম, আধাইপুর ইউনিয়ন মহিলা যুবলীগ এর সভাপতি সাবিনা ইয়াছমিন নিলু উপজেলা যুবলীগ সভাপতি ইমামুল হাসান তিতু, সহ-সভাপতি সাজু, প্রমুখ। প্রধান অতিাথ কৃষিপণ্য বাজারজাত করণে গ্রামীণ যোগাযোগ উন্নয়ন প্রকল্পের আওতায় বরাদ্দকৃত উদ্বোধনী সড়ক ছেলেকালী থেকে কাদিবাড়ী নদীর খেয়াঘাট পর্যন্ত ৮০০ মিঃ রাস্তা নির্মান কাজের উদ্বোধন করার সময় বাঁকী সড়ক ঝরনা রাইচমিল পর্যন্ত বরাদ্ধ এনে একই সঙ্গে যাতে কাজ সমাপ্ত করা হয় এর জন্য নেতাকর্মীরা প্রধান অতিথির নিকট দাবী জানান। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার দিনেশ সিংহ প্রধান অতিথির নিকট এ সড়ক থেকে ডাঙ্গিসারা গ্রামের শেষ মাথা পর্যন্ত সড়ক পাকা করনেরও দাবী জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হুসাইন শওকত এই দাবী দাওয়ার সঙ্গে একমত পোষন করে বাঁকী সড়কের বরাদ্দ এনে একই সঙ্গে কাজ সমাপ্ত করার জন্য প্রধান অতিথিকে অনুরোধ জানান।

উম্মিয়া ওয়াহেদ ট্রাস্ট কর্তৃক কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

Detail
নওগাঁর বদলগাছীতে উম্মিয়া ওয়াহেদ ট্রাস্ট কর্তৃক কৃতি শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এছাড়া এ ট্রাস্টের উদ্যোগে একই স্থানে বিনা মূল্যে চক্ষুছানী অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়। শনিবার সকাল সাড়ে ১১ টায় উপজেলার পাড়োরা গ্রামে প্রতিষ্ঠিত উম্মিয়া ওয়াহেদ ট্রাস্ট কার্যালয়ে আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে উপজেলার ৮ ইউনিয়নে কৃতি ছাত্র-ছাত্রী ট্যালেন্টপুলে বৃত্তি প্রাপ্ত ১৬জনকে ২ হাজার টাকা করে এবং সাধারণ গ্রেডে বৃত্তি প্রাপ্ত ৪৪ জনকে ১৫ শত টাকা করে বৃত্তি প্রদান করা হয়। গত ১৯ ডিসেম্বর বদলগাছী পাইলট হাইস্কুলে অনুষ্ঠিত মেধা অন্বেষণ ও বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে এই বৃত্তি প্রদান করা হয়। এছাড়া উচ্চ শিক্ষার জন্য ৭ শিক্ষার্থীকে জনপ্রতি ৫ হাজার টাকা করে প্রদান করা হয়। ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও সভাপতি সাবেক সচিব মোঃ এনামুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হুসাইন শওকত। বিশেষ অতিথি উপজেলা শিক্ষা অফিসার ছানাউল হাবিব, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জালাল উদ্দীন। অন্যান্যদের মধ্যে ট্রাস্টের পরিচালক অতিরিক্ত জেলা শিক্ষা অফিসার রেজওয়ান হোসেন, সহকারী শিক্ষা অফিসার গীতা রানী, ইউপি চেয়ারম্যান শেখ মোঃ আয়েন উদ্দীন, আব্দুর রহমান, ফিরোজ হোসেন, সাইদুর রহমান কেটু প্রমূখ। এর আগে একই স্থানে ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক সচিব মোঃ এনামুল হক বিনা মূল্যে চক্ষু ছানী অপারেশন ক্যাম্পের উদ্বোধন করেন। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ট্রাস্টের পরিচালক অতিরিক্ত জেলা শিক্ষা অফিসার রেজওয়ান হোসেন, ক্যাম্প ইনচার্জ সফিকুল ইসলাম, সাইদ মোঃ ইমরান কবির, ডাঃ রেহেমা ইনামিন মীম প্রমূখ। বিনামূল্যে ৫ শতাধীক রুগির চিকিৎসা দেওয়া হয়।

সূত্র: গাজীপুর দর্পন

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে

Detail
নওগাঁর বদলগাছীতে বিদ্যাসাগর ইন্সটিটিউট এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এছাড়া ২জন অসুস্থ্য ব্যক্তিকে ২ হাজার টাকা চিকিৎসা সহায়তা প্রদান করা হয়। বৃহষ্পতিবার বিকাল সাড়ে ৩টায় বদলগাছী পাবলিক লাইব্রেরী থেকে প্রধান অতিথি হিসাবে শীতবস্ত্র বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হুসাইন শওকত। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুজিত দেবনাথ, সহযোগি অধ্যাপক ড. ফাল্গুনী রানী চক্রবর্তী, উপজেলা শিক্ষা অফিসার ছানাউল হাবিব, সদর ইউপির চেয়ারম্যান আব্দুস সালাম মন্ডল, বিদ্যাসাগর ইন্সটিটিউট এর পরিচালক রজত কান্ত গোস্বামী, এস.এম জামিল হোসেন, আলোর সন্ধ্যানের পরিচালক আরমান হোসেন প্রমূখ। অনুষ্ঠানে ১৫০ জন দু:স্থ ও অসহায় পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। এছাড়া দ্বারিশন গ্রামের অসুস্থ্য ব্যক্তি ভুন্ডুল পাহানের ছেলে সুলিপ পাহানকে নগদ ১ হাজার ও বিষ্ণপুর গ্রামের ফরিদা বেগমের চিকিৎসার জন্য তার স্বামীর হাতে নগদ ১ হাজার টাকা চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।
সূত্র : গাজীপুর দর্পন।

ব্যাটমেন্টন টুর্ণামেন্ট ২০১৬

Detail
মহান বিজয় দিবস উদ্ যাপন  উপলক্ষ্যে ব্যাটমেন্টন টুর্ণামেন্ট ২০১৬

মহান বিজয় দিবস উপলক্ষ্যে মাঠ পরিস্কার কার্যক্রম

Detail
মহান বিজয় দিবস ২০১৬ উপলক্ষ্যে মাঠ পরিস্কার কালে ক্যামেরা বন্দি আমাদের সবার প্রিয় সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার হোসাইন শওকত, উপজেলা শিক্ষা অফিসার সানাউল হাবিব ও আমাদের প্রান প্রিয় রজত দাদা। বাংলাদেশের উন্নয়নে, বদলগাছীর বিভিন্ন উন্নয়নে প্রচার বিমুখ এই তিন মানুষের প্রতি রইলো বদলগাছী বাসির পক্ষ হতে আন্তরিক শুভেচ্ছা ও ভালবাসা।

মুক্তিযোদ্ধা ষ্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ

Detail
আজকে মুক্তিযোদ্ধা ষ্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচের কিছু ছবি। যেখানে কোন দর্শক ছিল না যারা ছিলেন সবাই খেলোয়ার।দুই হলে মোট ১৪০ জন খেলোয়ার যার ভিতরে ২০ জল গোল রক্ষক।

দুস্থদের মাঝে কম্বল বিতরন অনুষ্ঠান

Detail
নওগাঁর বদলগাছীতে শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ
নওগাঁর বদলগাছীতে আলোর সন্ধানে বদলগাছী ও তুলসীগঙ্গা নন্দিনী নওগাঁ জেলা শাখার আয়োজনে ১৪ ডিসেম্বর বিকেল ৪টায় বদলগাছী উপজেলাধীন আধাইপুর ব্রাক্ষ্মণ পাড়াতে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
আলোর সন্ধানে'র উপদেষ্টা ড. ফাল্গুনী রানী চক্রবর্তী'র সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুসাইন শতকত, আরো উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা প্রফেসর এস.এম ইউনুছার রহমান, মো. গোলাম মোস্তফা, মো. আনোয়ার হোসেন, পলাশ কুমার মুস্তফী, বদলগাছী প্রেস ক্লাবে সহ সভাপতি এমদাদুল হক দুলু, তুলসীগঙ্গা নন্দিনীর সাবেক সভাপতি মমতাজ বেগম, সমাজসেবক রজত কান্ত গোস্বামী, মো. আজাহার আলী, স্বপন হোসেন, আলোর সন্ধানে'র প্রতিষ্ঠাতা মো. আরমান হোসেন সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
শীতবস্ত্র বিতরণে সার্বিক সহযোগিতা প্রদান করে বঙ্গবন্ধু সরকারি মহাবিদ্যালয় রোভার গ্রুপ ও আলোর সন্ধানে মুক্ত রোভার গ্রুপের সদস্যরা। শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে ৭০জন শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
মো. আরমান হোসেন
প্রতিষ্ঠাতা পরিচালক
আলোর সন্ধানে

কেন্দ্রীয় মন্দির ও আশ্রম উপজেলার শ্রেষ্ট মন্দির নির্বাচিত

Detail
শারদীয় উৎসব/১৬, উপজেলা প্রশাসন বদলগাছী,নওগাঁর বিচারে বদলগাছী উপজেলা কেন্দ্রীয় মন্দির ও আশ্রম উপজেলার শ্রেষ্ট মন্দির নির্বাচিত হওয়ায় আজ উপজেলার মাসিক সমন্বয় সভায় ক্রেষ্ট প্রদান করছেন মাননীয় উপজেলা চেয়ারম্যান জনাব মোস্তফা অলি আহমেদ রুমী চৌধূরী,মাননীয় উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: হুসাইন শওকত। ক্রেষ্ট গ্রহন করছেন উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি বাবু অরুন চক্রবর্ওী,বদলগাছী উপজেলা কেন্দ্রীয় মন্দির ও আশ্রমের সভাপতি বাবু জীতেন্দ্র নাথ মন্ডল, সংগে বাবু তপন কুমার মন্ডল,বিভাষ অধিকারী। সকল বিভাগীয় অফিসার, চেয়ারম্যান বৃন্দের উপস্থিতিতে ক্রেষ্ট বিতরন করা হয়। অনুষ্ঠানে সভাপতি উপজেলা পুজা উদযাপন পরিষদ বাবু অরুন চক্রবর্ওী উপজেলা প্রশাসনকে ধন্যবাদ প্রদান করেন।

আজ শহীদ বুদ্ধিজীবী দিবস

Detail
---শহীদদের প্রতি জানাই আন্তরিক ভালবাসা ও গভীর শ্রদ্ধা---
পাক-বাহিনী এবং তাদের দোসর রাজাকার, আল-বদর, আল-শামস কর্তৃক সংগঠিত তালিকাভূক্ত বুদ্ধিজীবীদের হত্যাযজ্ঞের স্বরণে বাঙালি জাতি স্বশ্রদ্ধ চিত্তে সেই ১৯৭২ সাল থেকে ১৪ই ডিসেম্বরে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন করে আসছে । বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, মরহুম তাজউদ্দিন আহমেদ, ১৪ই ডিসেম্বরকে শহীদ বুদ্ধিজীবী দিবস ঘোষনা করেছিলেন কারণ, অপহরণ ও পরে নির্বিচারে হত্যা এই ১৪ই ডিসেম্বরেই অর্থ্যাৎ পাক-বাহিনীর আত্ম-সমর্পন এবং বাঙালির বিজয় অর্জন তথা বিজয় দিবসের ঠিক দু’দিন পূর্বে, সংগঠিত হয়েছিল সবচেয়ে বেশী।
২০শে ডিসেম্বর ১৯৭১ –এ, মুজিবনগর সরকারের এক মুখপাত্র জানান, ১৬ই ডিসেম্বরে আত্মসমর্পনের পূর্বে পাক-বাহিনী এবং তাদের সহযোগীরা মিলে ৩৬০ জন বুদ্ধিজীবিদের হত্যা করে। ১৯৯৪ সালে পুণ:মুদ্রিত বাংলা একাডেমী কর্তৃক প্রকাশিত শহীদ বুদ্ধিজীবি সম্পর্কিত তথ্যকোষ ”শহীদ বুদ্ধিজীবি কোষগ্রন্থ” এ শহীদ বুদ্ধিজীবিদের সংখ্যা ২৩২ জন উল্লেখ আছে এবং এই তালিকাটি সর্বমোট নয় এমনকি সম্পূর্ণ নয় ।

এই তথ্যকোষে শহীদ আখ্যায়িত হয়েছেন তারা যাদের পাক-বাহিনী এবং দোসরেরা (রাজাকার, আল-বদর, আল-শামস) বিভিন্ন সময় নির্বিচারে হত্যা করেছিল এবং যারা ২৫শে মার্চ ১৯৭১ থেকে ৩১শে জানুয়ারী ১৯৭২ সময়কাল থেকে নিঁখোজ । লেখক, বিজ্ঞানী, চিত্রশিল্পী, সংগীত শিল্পী, শিক্ষক, গবেষক, সাংবাদিক, উকিল, চিকিৎসক, স্থপতি, ভাস্কর, সরকারি-বেসরকারি কর্মী, নাট্য-কর্মী, জনসেবায় নিয়োজিত কর্মীদের বুদ্ধিজীবি হিসেবে আখ্যায়িত করা হয়েছে। ১৯৭২ সালে সরকার কর্তৃক প্রকাশিত ”বাংলাদেশ” নামক প্রামান্য চিত্রে বলা হয়, স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময়ে ৬৩৭ জন প্রাইমারি স্কুল শিক্ষক, ২৭০ জন সেকেন্ডারি স্কুলশিক্ষক এবং ৫৯ জন কলেজ-শিক্ষককে হত্যা করা হয়।

এ ব্যাপারটি পরিস্কার ছিল যে, পরাজয় সন্নিকটে জেনে, পাক-বাহিনী এবং তার দোসরেরা বুদ্ধিজীবী নিধনের পরিকল্পনা গ্রহণ করে এবং শিক্ষক, সাংবাদিক এবং বিভিন্ন পেশাজীবীর মানুষদের ঘর থেকে ধরে নিয়ে আসে এবং একজনের পর একজনকে হত্যা করে এবং তা বেশীর ভাগই সংগঠিত হয় এই ১৪ই ডিসেম্বরে। এই হত্যাযজ্ঞ পরিকল্পনার উদ্দেশ্য ছিল মূলত জাতি হিসেবে আমাদের মেধাহীন, পঙ্গু করে দেয়া।

দৈনিক পত্রিকাগুলো নিখোঁজ বুদ্ধিজীবীদের নিয়ে ডিসেম্বরের দ্বিতীয় এবং চতুর্থ সপ্তাহে প্রতিবেদন প্রকাশ করে। গোপন তথ্যসূত্রের ভিত্তিতে, ১৮ই ডিসেম্বরে একদল সাংবাদিক ঢাকার পশ্চিমে, রায়ের বাজার এলাকায় পচনশীল, ক্ষত-বিক্ষত লাশের একটি গণ-কবরের সন্ধান লাভ করে। জাতির মেধাবী ব্যক্তিবর্গের দেহগুলো অত্যাচারের সুস্পষ্ট চিহ্ন নিয়ে ছড়িয়ে-ছিটিয়ে, একে-অন্যের নীচে চাপা পড়ে ছিল । লালমাটিয়ায় শারীরিক প্রশিক্ষণ কেন্দ্রে সাংবাদিকরা একটি বন্দীশালা আবিস্কার করে, যা ছিল রাজাকার, আল-বদর, আল-শামসদের প্রশিক্ষণ কেন্দ্র।

ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক আবুল কালাম আজাদ এবং কামালউদ্দিন, চিকিৎসক ফজলে রাব্বী, আব্দুল আলিম চৌধুরী, আবুল খায়ের এবং সাংবাদিক মুহাম্মদ আখতার – পচনশীল লাশগুলো পরিবার কর্তৃক সনাক্ত করা হয় সেদিনই । সাংবাদিক সেলিনা পারভিন এর লাশ সনাক্ত করা হয় পরের দিন। ঢাকা বিশ্ব বিদ্যালয়ের শিক্ষক সন্তোষ চন্দ্র ভট্টাচার্য, সিরাজুল হক, ফাইজুল মহি এবং চিকিৎসক গোলাম মুর্তোজা, আজহারুল হক, হুমায়ুন কবীর ও মনসুর আলী’র লাশ পরবর্তীতে চিহ্নিত করা হয়। লাশ সনাক্তকরণের সময় শহীদ বুদ্ধিজীবিদের পরিবারের সদস্যদের অনেকেই সংজ্ঞাহীন হয়ে পড়ছিলেন।

এরকম আরো বধ্যভূমি ছিল মিরপুর এবং রায়ের বাজার এলাকায়, তেঁজগাঁও এর কৃষি বর্ধিতকরণ বিভাগের প্রশিক্ষণ কেন্দ্র, মহাখালীর টি.বি. হাসপাতাল সহ সারাদেশের বিভিন্ন জায়গায়। অনেক লাশই পরবর্তীতে সনাক্তকরণের পর্যায়ে ছিলনা । এসময় সংবাদপত্রগুলো নিখোঁজ বুদ্ধিজীবিদের (নভেম্বরের শেষের দিকে এবং ডিসেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত অপহরণ অথবা গেফতারকৃত) নিয়ে নিয়মিত প্রতিবেদন প্রকাশ করছিল।

পাক-বাহিনী এদেশের তরুণ ছেলে-মেয়েদেরকে হত্যা করা শুরু করেছিল সেই ২৫শে মার্চের সময় থেকেই। ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল তাদের প্রথম লক্ষ্য এবং অনেক প্রফেসরদের হত্যা করা হয় । মূলত যুদ্ধের পুরো নয় মাস জুড়েই চলে বুদ্ধিজীবি হত্যাকাণ্ড। এমনকি পাক-বাহিনীর দোসরদের (রাজাকার, আল-বদর, আল-শামস) দ্বারা এই হত্যাকাণ্ড সংগঠিত হয় ১৯৭২ এর জানুয়ারীতেও।
চলচ্চিত্রকার জহির রায়হান তার অপহরণকৃত ভাই শহিদুল্লাহ কায়সারকে (পাক-বাহিনীরা তাকেও হত্যা করেছিল বলে ধারনা করা হয়) খুঁজতে গিয়ে নিখোঁজ হয়ে যান। তাকে শেষ দেখা যায় মিরপুরে বিহারী ও পাক-বাহিনীর দোসরদের ক্যাম্পে। পরবর্তীতে তার সম্পর্কে আর কোন খোঁজ পাওয়া যায়নি। ডা: মনসুর আলীকে ২১শে ডিসেম্বর এবং সাংবাদিক গোলাম রহমানকে ১১ই জানুয়ারী হত্যা করা হয়।

মফিজউদ্দিনের (লাশ বহনকারী বাহনের চালক) স্বীকারোক্তি অনুযায়ী আশরাফুজ্জামান খান, ইসলামি ছাত্র সংস্থার কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এবং পাকিস্তান রেডিও’র সাবেক কর্মী, নিজ হাতে সাত জন শিক্ষককে গুলি করেন। মফিজউদ্দনের স্বীকারোক্তি অনুযায়ী এমন দূর্ভাগ্যজনক ভাবে মৃত্যুবরণকারী শিক্ষকদের লাশ উদ্ধার করা হয় রায়ের বাজার বধ্যভূমি এবং মিরপুরের শিয়াল বাড়ির গণ কবর থেকে। তার ডায়েরিতে ২০ জন শিক্ষক সহ আরো অনেক বাঙালির তালিকা ছিল। তার ডায়েরিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৬ জন শিক্ষকের নাম ছিল যারা পাক-বাহিনীকে সহযোগীতা করেছিল।

বুদ্ধিজীবী হত্যা পরিকল্পনায় পাক-বাহিনীর ব্রিগেডিয়ার কাসেম এবং ক্যাপ্টেন কাইয়ুম ছিল মূল হোতা । নভেম্বর মাসের কোন এক সময় তারা মওলানা আব্দুল মান্নানের বাসগৃহে মাদ্রাসা শিক্ষক সংঘের প্রেসিডেন্ট সহকারে বৈঠক করে। এই আলোচনাতেই সম্ভবত বুদ্ধিজীবিদের হত্যার মূল পরিকল্পনা করা হয়।

শহীদ বুদ্ধিজীবিদের তালিকা :

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ
* এ.এন.এম. মুনির চৌধুরী
* ডা: জি.সি. দেব
* মুফাজ্জাল হায়দার চৌধুরী
* আনোয়ার পাশা
* জোতীর্ময় গুহ ঠাকুর
* আব্দুল মুক্তাদীর
* এস.এম. রাশিদুল হাসান
* ডা: এ.এন.এম ফাইজুল মাহি
* ফজলুর রহমান খান
* এ.এন.এম মনিরুজ্জামান
* ডা: সেরাজুল হক খান
* ডা: শাহাদাত আলী
* ডা: এম.এ. খায়ের
* এ.আর. খান কাদিম
* মোহাম্মদ সাদিক
* শারাফত আলী
* গিয়াসউদ্দিন আহমেদ
* আনন্দ পবন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ
* প্রফেসর কাইয়ূম
* হাবিবুর রহমান
* শ্রী সুখ রঞ্জন সমদ্দার এম.সি.এ
* মশিউর রহমান
* আমজাদ হোসেন
* আমিনুদ্দিন
* নাজমুল হক সরকার
* আব্দুল হক
* সৈয়দ আনোয়ার আলী
* এ.কে. সর্দার

সাংবাদিক
* সিরাজুদ্দিন হোসেন
* শহীদুল্লাহ কায়সার
* খন্দকার আবু তালেব
* নিজামুদ্দিন আহমেদ
* এ.এন.এম. গোলাম মোস্তফা
* শহীদ সাবের
* সরকার আব্দুল মান্নান (লাদু)
* নাজমুল হক
* এম. আখতার
* আব্দুল বাশার
* চিশতী হেলালুর রহমান
* শিবসাধন চক্রবর্তী
* সেলিনা আখতার

চিকিৎসক
* মো: ফজলে রাব্বী
* আব্দুল আলীম চৌধুরী
* সামসুদ্দিন আহমেদ
* আজহারুল কবীর
* সোলায়মান খান
* কায়সার উদ্দিন
* মনসুর আলী
* গোলাম মর্তোজা
* হাফেজ উদ্দিন খান জাহাঙ্গীর
* আব্দুল জব্বার
* এস.কে. লাল
* হেম চন্দ্র বসাক
* কাজী ওবায়দুল হক
* আল-হাজ্ব মমতাজউদ্দিন
* ঘাশিময় হাযরা
* নড়েন ঘোষ
* জিকরুল হক
* শামসুল হক
* এম. ওহমান
* এ. গফুর
* মনসুর আলী
* এস.কে সেন
* মফিজউদ্দিন
* আমূল কুমার চক্রবর্তী
* আতিকুর রহমান
* গোলাম সারওয়ার
* এর.সি. দাস
* মিহির কুমার সেন
* সালেহ আহমেদ
* অনীল কুমার সিনহা
* গুনীল চন্দ্র শর্মা
* এ.কে.এম. গোলাম মোস্তফা
* মাকবুল আহমেদ
* এনামুল হক
* এনসুর (কানু)
* আশরাফ আলী তালুকদার
* লেফ: জিয়াউর রহমান
* লেফ.ক. জাহাঙ্গীর
* বাদল আলম
* লেফ: ক. হাই
* মেজর রেজাউর রহমান
* মেজর নাজমুল ইসলাম
* আসাদুল হক
* নাজির উদ্দিন
* লেফ: নুরুল ইসলাম
* কাজল ভাদ্র
* মনসুর উদ্দিন

শিক্ষাবিদ
* জহির রায়হান
* পূর্নেন্দু দস্তিদর
* ফেরদৌস দৌলা
* ইন্দু সাহা
* মেহেরুন্নিসা

শিল্পী ও পেশাজীবি
* আলতাফ মাহমুদ
* দানবীর রানাদা প্রসাদ সাহা
* জোগেষ চন্দ্র ঘোষ
* ধীরেন্দ্র নাথ দত্ত
* সামসুজ্জামান
* মাহবুব আহমেদ
* খুরশিদ আলম
* নজরুল ইসলাম
* মাহফুজুল হক চৌধুরী
* মহসিন আলী
* মুজিবুল হক

তথ্যসূত্র:
১. জেনোসাইড বাংলাদেশ
২. বিদ্রোহী
৩. এইদেশ।
আর জানতে  উইকিপিডিয়া দেখুন - 

বদলগাছীতে মেধা বিকাশ ও পড়াশুনায় আগ্রহী করতে কুইজ প্রতিযোগীতা

Detail
নওগাঁর বদলগাছীতে শিক্ষার্থীদের মেধা বিকাশ ও পড়াশুনার প্রতি বেশি বেশি আগ্রহী তৈরী করতে উপজেলার ১৩৪ টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে এক কুইজ প্রতিযোগিতা অনুষ্টিত হয়েছে।  জানা যায়, অত্র উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য শিক্ষানুরাগী উপজেলা নির্বাহী অফিসার মোঃ হুসাইন শওকত এর নিজস্ব উদ্যোগে আজ মঙ্গলবার সকাল ১০ টায় বদলগাছী বঙ্গবুন্ধু সরকারী মহাবিদ্যালয়ে এক কুইজ প্রতিযোগিতার আয়োজন করেন।  সেখানে উপজেলার ১৩৪ টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকা বৃন্দের অংশ গ্রহনে ২ টি পর্বে এ প্রতিযোগিতা সম্পূর্ন হয়। প্রতিযোগিতায় শিক্ষার্থীদের মধ্যে ১ম স্থান অর্জন করেন কৃষ্ণপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ-শ্রেণীর ছাত্র ফয়সাল আরেফিন ও ২য় স্থান অর্জন করেন রুকুনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ-শ্রেণীর ছাত্র ইমামুল হাসান।  অপরদিকে ১৩৪ জন শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে ১ম স্থান অর্জন করেন কৃষ্ণপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জান্নাতুল ফেরদৌস ও ২য় স্থান অর্জন করেন শেরপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা রিক্তা অধিকারী। কুইজ প্রতিযোগিতা শেষে বিজয়ী ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে পুরুস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ হুসাইন শওকত।  কুইজ প্রতিযোগিতায় বিচারক মন্ডলীর দায়িত্ব পালন করেন বদলগাছী বঙ্গবন্ধু সরকারী মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান অধ্যাপিকা ড. ফাল্গুনী চক্রবর্তী, উপজেলা মৎস্য অফিসার শিল্পি রায় ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সানাউল হাবিব। আরও উপস্থিত ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা ইবুনে সাব্বির আহাম্মেদ, সহকারী শিক্ষা অফিসার রুহুল আমিন , মিজানুর রহমান প্রমূখ। কুইজ প্রতিযোগিতাটি সঞ্চালনা করেন উপজেলা নির্বাহী অফিসার নিজে।
সূত্র: নিউস অফ বাংলাদেশ

রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ১৯তম বার্ষিক তাঁবুবাস

Detail


বঙ্গবন্ধু সরকারি মহাবিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ১৯তম বার্ষিক তাঁবুবাসের মহা তাঁবুজলসা অনুষ্ঠানে গ্রুপ সম্পাদক জনাব মো. গোলাম মোস্তফা স্যারকে মেডেল অব মেরিট ও গ্রুপের আর.এস.এল জনাব মো. নাসিম আলম স্যারকে ন্যাশনাল সার্টিফিকেট প্রদান করা হয়।

আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ

Detail
আন্ত: স্কুল কুইজ প্রতিযোগিতা /২০১৬(প্রাথমিক স্কুল) বদলগাছী উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: হুসাইন শওকত স্যারের উদ্যেগে এবং শিক্ষা অফিসার সানাউ হাবীব সহ সকলের আন্তরিক প্রচেষ্টায় বঙ্গবন্ধু সরকারী কলেজে শুরু হয়েছে। সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত ছিল এই কার্যক্রম।  আগামীতে শিক্ষার মান উন্নয়নে আরো নানা রকম সৃজনশীল ইভেন্ট পরিচালিত হবে।

আলোকিত মানুষ গড়ার প্রত্যয়

Detail
নওগাঁর বদলগাছী উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হুসাইন শওকত ছুটির দিন বা যেকোন দিন কাজের ফাঁকে সুযোগ পেলেই ল্যাপটপ হাতে নিয়ে ছুটে যান স্কুল, কলেজ বা মাদ্রাসায়। আর সেখানে গিয়ে মান সম্মত শিক্ষায় উদ্বুদ্ধ করান কোমলমতি শিশু ছাত্র-ছাত্রীদের এবং তাদের মাঝে নিজেকে উৎসর্গ করেদেন। তার ধারনা প্রাথমিক পর্যায় বা মাধ্যমিক পর্যায়ে ছাত্র-ছাত্রীদের সুশিক্ষায় অনুপ্রানিত করতে পারলেই ভবিষ্যতে তাদের জীবন সুদৃঢ় হবে। এই মহান বিদ্যান হিতৈষী শিক্ষা প্রতিভা বিকাশের নিবেদিত প্রান। এমনই তথ্য জানাগেছে বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীদের কাছ থেকে। জানাযায়,  এই নির্বহী অফিসার বদলগাছী উপজেলায় গত ২৬/৫/১৪ ইং সালে যোগদানের পর থেকে তিনি তার নিজ উদ্দ্যোগে ও নিজের ব্যক্তিগত অর্থায়নে শুরু করেন প্রাথমিক পর্যায়ে ছাত্র-ছাত্রীদের জ্ঞান বিকাশের কুইজ প্রতিযোগীতা। এর পর শুরু হল মাধ্যমিক ও কলেজ পর্যায়ে। শুধু ছাত্র-ছাত্রীরা নয় শিক্ষক শিক্ষিকাসহ অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক ও সুধিজনদের মধ্যে বিস্তার লাভ করে এই সাধারণ জ্ঞানের কুইর্জ প্রতিযোগীতা।  এই ইউএনওর আলোকিত মানুষ গড়ার প্রত্যয় নিয়ে শুরু করা সাধারণ জ্ঞানের কুইজ প্রতিযোগীতা নিয়ে  এলাকার সুধিজনদের মধ্যে শুরু হয় নানা ইতিবাচক আলোচনা। আর ছাত্র-ছাত্রীদের মধ্যে শুরু হয় নতুন কিছু জানার আগ্রহ। ছাত্র-ছাত্রীদের মধ্যে কৌতুহল লেগেই থাকে কবে আসবেন ইউএনও হুসাইন শওকত স্কুলে, সাধারণ জ্ঞানের কুইজ প্রতিযোগীতা নিয়ে । এই উপজেলায় বদলী হয়ে আসা ২ বছর ৫ মাস পেরিয়ে গেছে তার। ইতোমধ্যেই তার জ্ঞানের ভান্ডার নিয়ে শুরু করা সাধারণ জ্ঞানের কুইজ প্রতিযোগীতা এলাকায় সর্বমহলে ব্যাপক সারা ফেলেছে। উপজেলার ছাত্র-ছাত্রীরা সাধারণ জ্ঞানে ব্যাপক প্রসারও লাভ করেছে। প্রশ্নের সাথে সাথেই মিলে যায় উত্তর। এই দু-বছরে কোমলমতি ছাত্র-ছাত্রীদের জ্ঞানের পরিধি দেখলে বিষ্মিত হতে হয়। সুত্রে জানাযায়, এই শিক্ষা অনুরাগী কর্মকর্তার জন্ম মাগুড়া জেলার শ্রীপুর উপজেলায় নোহাটা গ্রামে। এবং এই ইউএনও হুসাইন শওকত বিশিষ্ট শিক্ষাবিদ রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুস সাত্তারের ছোট ছেলে । তার মা হোসনে আরা সাত্তার। উপজেলা শিক্ষা কর্মকর্তা ছানাউল হাবিব জানান, ইউএনও স্যার তার নিজ তত্ত¦াবধানে সহকারী শিক্ষা অফিসারদের ১ম থেকে ৫ম শ্রেণীর সমস্ত পাঠ্য বইয়ের বিষয় বস্তু সম্পর্কে ধারনা নিতে বই পাঠে উদ্বুদ্ধ করেছেন এবং তাদের জন্য পরীক্ষার ব্যবস্থা করেছেন। সুযোগ পেলেই তিনি সাব-ক্লাষ্টার ট্রেনিং গুলোতে উপস্থিত হয়ে শিক্ষার উপর শিক্ষকদের দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। এবং তিনি ছাত্র-ছাত্রীদের নিয়ে যে সাধারণ জ্ঞানের কুইজ প্রতিযোগিতার আয়োজন করে তা এক কথায় অনবদ্য। শিক্ষা ক্ষেত্রে সামগ্রিক অবদানের জন্য তিনি চালু করেছেন ইউএনও পদক। যা বিদ্যালয় সমূহের মধ্যে সৃষ্টি করেছে এক প্রতিযোগিতা। তিনি আরও বলেন ইউএনও স্যারের নির্দেশনা ক্রমে  গত বছর সমাপনী পরীক্ষার আগে শিক্ষার্থীদের জন্য ৪ টি মডেল টেষ্টের আয়োজন করা হয়। এবং যার ফলশ্রতিতে গত ২০১৫ ইং সালে জিপিএ পাঁচ পেয়েছিলো ৩৬৫ জন । আর গত ২০১৪ সালে এ উপজেলায় জিপিএ পাঁচ পেয়েছিলো মাত্র ১৫৮ জন। এ বছর ইউএনও পদক প্রাপ্ত প্রতিষ্ঠান বদলগাছী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন বলেন, ইউএনও স্যার এ উপজেলায় যোগদান করার পর থেকে প্রাথমিক শিক্ষার ধারাই পাল্টে গেছে। তিনি ছাত্র-ছাত্রীদের পাঠ্য বই পড়াশুনার পাশাপাশি শিক্ষার্থীদের সাধারণ জ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করছেন। অপরদিকে ছাত্র-ছাত্রীদের মানবীয় গুনাবলী সম্পূন্ন নীতিবান মানুষ হিসাবে  গড়ে উঠার দীক্ষা প্রদানে তাঁর যে প্রয়াস তা অত্যন্ত প্রসংশনীয়। বঙ্গবন্ধু সরকারি মহাবিদ্যালয় কলেজের বাংলা বিভাগের প্রধান ড. ফাল্গুনী রানী চক্রবর্ত্তী বলেন, বর্তমান ইউএনও একজন ব্যতিক্রম ধর্মী মানুষ । কারণ প্রশাসনিক ব্যস্ততার মাঝেও তিনি স্বপ্ন দেখেন শিশু-কিশোর , শিক্ষার্থীদের সামগ্রীক বিকাশে গড়ে তোলার জন্য। শিক্ষা,শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে তাঁর ইতি বাচক চেতনা ইতিমধ্যে সর্বমহলে প্রসংশিত হয়েছে। ইউএনও হুসাইন শওকত এর সাথে আলাপকালে বলেন, তিনি তার বাবার কাছ থেকে এই উৎসাহ উদ্দীপনা পেয়েছেন। তিনি আরও বলেন আমি বদলগাছী থেকে চলে যাব কিন্তু আমার অনুপ্রেরনা যাদের মাঝে থাকবে তারা ভবিষ্যতে বিসিএস সহ বিভিন্ন প্রতিযোগীতায় সুনাম রাখবে বলে তিনি আশাবাদী।  এরিই ধারা বাহিকতায় তাঁর ব্যক্তিগত উদ্দ্যেগে গত বৃহষ্পতিবারে বদলগাছী জেলা পরিষদ অডিটরিয়ামে আন্ত:স্কুল ও মাদ্রাসা পর্যায়ে চুড়ান্ত বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।   বিতর্ক প্রতিযোগীতায় চাম্পিয়ান হয় ভান্ডারপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী বিপাশা জান্নাত ও মোঃ আরমান হোসেন। রানার আপ কোলা বিজলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ নাহিদ হাসান ও সৌরভ হোসেন এবং মাদ্রাসা পর্যায়ে মিঠাপুর দাখিল মাদ্রাসার শিক্ষার্থী জাকারিয়া ও তাহমিনা চ্যাম্পিয়ান হয়। পরে বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরণ করা হয়। কুইজ প্রতিযোগীতার প্রশ্ন উপস্থাপন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হুসাইন শওকত নিজেই। কুইজ প্রতিযোগীতায় উপজেলার সর্বমোট ৫০টি স্কুল ও মাদ্রাসা অংশ গ্রহণ করে।

মাদক বিরোধী ও বাল্য বিয়ে প্রতিরোধ

Detail
বদলগাছী কোমারপুর মাদক বিরোধী ও বাল্য বিয়ে প্রতিরোধ মুলক আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউ,এন,ও মো: হুসাইন শওকত। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা অলি আহম্মেদ রুমি চৌধুরী

2016

 
Support : | RSTSBD | RSTSBD
Copyright © 2017. রূপকল্প ২০৪১ - All Rights Reserved
This Blog Published by RSTSBD
Created by Uno Badalgachi