করোনা ভাইরাস মোকাবেলায় ঘরে থাকুন, সুস্থ্য থাকুন। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে - রূপকল্প ২০৪১

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে

নওগাঁর বদলগাছীতে বিদ্যাসাগর ইন্সটিটিউট এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এছাড়া ২জন অসুস্থ্য ব্যক্তিকে ২ হাজার টাকা চিকিৎসা সহায়তা প্রদান করা হয়। বৃহষ্পতিবার বিকাল সাড়ে ৩টায় বদলগাছী পাবলিক লাইব্রেরী থেকে প্রধান অতিথি হিসাবে শীতবস্ত্র বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হুসাইন শওকত। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুজিত দেবনাথ, সহযোগি অধ্যাপক ড. ফাল্গুনী রানী চক্রবর্তী, উপজেলা শিক্ষা অফিসার ছানাউল হাবিব, সদর ইউপির চেয়ারম্যান আব্দুস সালাম মন্ডল, বিদ্যাসাগর ইন্সটিটিউট এর পরিচালক রজত কান্ত গোস্বামী, এস.এম জামিল হোসেন, আলোর সন্ধ্যানের পরিচালক আরমান হোসেন প্রমূখ। অনুষ্ঠানে ১৫০ জন দু:স্থ ও অসহায় পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। এছাড়া দ্বারিশন গ্রামের অসুস্থ্য ব্যক্তি ভুন্ডুল পাহানের ছেলে সুলিপ পাহানকে নগদ ১ হাজার ও বিষ্ণপুর গ্রামের ফরিদা বেগমের চিকিৎসার জন্য তার স্বামীর হাতে নগদ ১ হাজার টাকা চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।
সূত্র : গাজীপুর দর্পন।

Related post you might see:

Share this product :

Post a Comment

 
Support : | RSTSBD | RSTSBD
Copyright © 2017. রূপকল্প ২০৪১ - All Rights Reserved
This Blog Published by RSTSBD
Created by Uno Badalgachi