করোনা ভাইরাস মোকাবেলায় ঘরে থাকুন, সুস্থ্য থাকুন। June 2021 - রূপকল্প ২০৪১

যে কোনো মূল্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দ্রুতই “শাটডাউনের” প্রজ্ঞাপন আসছে

Detail


 

যে কোনো মূল্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দ্রুতই শাটডাউনের প্রজ্ঞাপন আসছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।  মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দেশব্যাপী ‘শাটডাউন’ দিতে যাচ্ছে সরকার।

শুক্রবার (২৫ জুন) গণমাধ্যমকে তিনি বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অনুমোদন হয়ে এলেই এই সিদ্ধান্ত কার্যকর হবে। এর আগে বৃহস্পতিবার (২৪ জুন) সন্ধ্যায় জাতীয় কারিগরি পরামর্শক কমিটির করা সারাদেশে ১৪ দিনের শাটডাউনের সুপারিশের বিষয়টি তুলে ধরে বলেছিলেন, সারাদেশে শাটডাউনের প্রস্তুতি সরকারের রয়েছে। পরিস্থিতি বিবেচনায় যে কোনো সময় সরকার তা ঘোষণা দেবে। আগের চেয়ে বিধিনিষেধ আরও কঠোর হবে। করোনা পরিস্থিতি খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছে সরকার।    

বৃহস্পতিবার বিকেলে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লাহ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে সারাদেশে ১৪ দিনের শাটডাউনের সুপারিশ কথা জানানো হয়। বুধবার (২৩ জুন) রাতে জাতীয় কারিগরি পরামর্শক কমিটির ৩৮তম সভায় এ সুপারিশ করা হয়।সভায় দেশে কোভিড-১৯ এর সাম্প্রতিক ক্রমবর্ধমান সংক্রমণ বিষয়ে বিস্তারিত বিশ্লেষণ ও আলোচনা হয়।

সুপারিশে বলা হয়, শাটডাউন চলা অবস্থায় জরুরি সেবা ছাড়া যানবাহন, অফিস-আদালতসহ সবকিছু বন্ধ রাখা প্রয়োজন। এ ব্যবস্থা কঠোরভাবে পালন করতে না পারলে আমাদের যত প্রস্তুতিই থাকুক না কেনো, সংক্রমণ এভাবে বাড়তে থাকলে স্বাস্থ্য ব্যবস্থা অপ্রতুল হয়ে পড়বে। শাটডাউন মানে হচ্ছে সবকিছু বন্ধ থাকবে, শুধু জরুরি সেবা ছাড়া। অফিস-আদালত, বাজার-ঘাট, গণপরিবহণসহ সব বন্ধ থাকবে। সবাই বাসায় থাকবে। এমনটাই জানিয়েছেন অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লাহ।তিনি বলেন, জরুরি সেবা বলতে ওষুধ, ফায়ার সার্ভিস, গণমাধ্যম ছাড়া সবকিছু দুই সপ্তাহ বন্ধ করে মানুষ যদি এই স্যাক্রিফাইস-কষ্টটুকু মেনে নেয়, তাহলে আগামীতে ভালো হবে।

অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লাহ জানান, দিল্লি এবং মুম্বাইতে শাটডাউন দিয়ে ফলাফল পেয়েছে। সেখানে ৬ সপ্তাহ গণপরিবহন বন্ধ ‍ছিল, এছাড়া দিল্লিতে আরও ৩ সপ্তাহ ছিল। দিল্লিতে প্রতিদিন একসময় ২৮ হাজার শনাক্ত হতেন, কিন্তু এখন সেখানে ১৫০ শনাক্ত হচ্ছেন। মৃত্যুও কমে এসেছে।

এদিকে দেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় সারাদেশে সরকার ঘোষিত বিধিনিষেধ চলছে। চলতি বছর করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গত ৫ এপ্রিল থেকে লকডাউন ঘোষণা করা হয়। ১৩ এপ্রিল পর্যন্ত ঢিলেঢালা লকডাউন হলেও সংক্রমণ আরও বেড়ে যাওয়ায় ১৪ এপ্রিল থেকে ‘কঠোর লকডাউন‘ ঘোষণা দেয় সরকার।পরে সিটি করপোরেশন এলাকায় গণপরিবহন চলাচলের অনুমতি দেওয়া হয়। তবে দূরপাল্লার বাস, লঞ্চ এবং ট্রেন চলাচল রোজার ঈদ পর্যন্ত বন্ধ ছিল। পরে ২৪ মে থেকে গণপরিবহন চলার অনুমতি দেওয়া হয়। একই সঙ্গে হোটেল-রেস্তোরাঁগুলো আসন সংখ্যার অর্ধেক বসিয়ে খোলা রাখার অনুমতি দেওয়া হয়।তবে করোনার সংক্রমণ বাড়তে থাকায় সারাদেশে বিধিনিষেধ কয়েক দফা বাড়ানো হয়। সর্বশেষ গত ১৬ জুন বিধিনিষেধ এক মাস বাড়িয়েছে সরকার, যা ১৫ জুলাই পর্যন্ত চলবে।

সূত্র: jugantor.com

আমাদের সহস্র সুমনের সহস্র সত্য ভাবনা

Detail


বাংলাদেশ পাবলিক সার্ভিসে পাঁচ বছর পূর্তি ও ছয় বছরে পদার্পণকে উপলক্ষ্য করে একজন সৃজনশীল  সহস্র সুমনের কিছু সহস্র সত্য ভাবনা, যা সত্যি সংগ্রহে রাখার মত! 
যা হতে পারে কারো প্রেরণার উৎস।
--------------------------------------------------------------------------------------------------------------------------
এখানে মানুষকে জানতে পারার প্রবল সম্ভাবনা আছে । কাছ থেকে দরিদ্রকে সেবা দেয়ার, তার কপাল ও গ্রীবায় যে বয়সের দাগ পড়ে গেছে তা স্পষ্ট দেখার সম্ভাবনা আছে।
সম্ভাবনা আছে উঠতি বয়সের কিশোরদের মাদক থেকে ফিরিয়ে নিয়ে আসার। তাদের বন্ধু হবার, তাদের বাবা মায়েদের ভরসার জায়গা হবার। একজন পুরুষ ও নারী কর্মচারীর নিজেদের সমান যোগ্য ও সম্ভাবনাময় প্রমাণ করার সুযোগ আছে। এখানে মৃতপ্রায় লোকেদের সেবা দেয়ার, জীবনের আলো জ্বালানোর দারুণ ব্যাপার আছে। বিপরীতে ভীষণভাবে সম্ভাবনা আছে হঠাৎ করে সংক্রামক ব্যাধীতে আক্রান্ত হওয়ার ও মরে যাওয়ার। দারুণ মানবিক হওয়ার সুযোগ আছে, আবার ইতিহাসের বিভিন্ন আয়রন হার্ট মানুষদের মতো, নির্দয় ও নিষ্ঠুর হয়ে ওঠারও চমৎকার পরিবেশ আছে। এখানে নিজেকে নিয়ে ভাবা যায়, চাইলে হতেই পারেন স্বার্থপর, ভাবতে পারেন সম্পদ ও প্রতিপত্তি নিয়ে। আবার জমি জমা, বাল্য বিবাহ, দারিদ্র দূর, নদী শাসন, মাদক, এনজিও, ভিসন ২০৪১, আয় ব্যয়, সংস্থা, রাজনীতি, নির্বাচন, প্রোটকল ইত্যাদি ভাবতে ভাবতে হার্ট দুর্বল হয়ে যাওয়ার ভয়ংকর সম্ভাবনা আছে। বিপরীতও আছে, সুরে সঙ্গীতে, কাব্যে ও ঝংকারে, মানবিক সম্পর্কগুলোর অলংকারে সুসজ্জিত হওয়ার আয়োজন আছে। দেশে - বিদেশে শিক্ষা নেয়ার, ভ্রমণ করার সুযোগ আছে। সম্ভাবনা আছে হঠাৎ করেই বিদেশে বসবাসরত অবস্থায় প্রিয়জনের মৃত্যুর সংবাদ শোনার। অনেক নতুন মানুষের সাথে পরিচয় হবে মুহূর্তে মুহূর্তে। কিন্তু সেই স্কুলের পথে একসাথে জামরুল পারা বন্ধুটির ফোন ধরতে না পারার বিপত্তি আছে। পাগলা ঘোড়ার মত ব্যস্ততা আছে, কেউ পেছন ফিরে ডাকলে ঘুরে তাকাবেন এমন সময়ও পাওয়া যাবে না, এমন সম্ভাবনা আছে। নানা স্তরে, নানা পদে হাজারো বৈচিত্র্যে হঠাৎই জীবন প্রবল আনন্দঘণ হয়ে ওঠার সম্ভাবনা আছে বটে। সে আনন্দের ঘোরে চোখের পলকে এক বিচিত্র জীবন ফুরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। শত শত মানুষের সাথে কত কত কথা বলার সুযোগ আছে! আবার পেশাগত জীবন শেষে একা একা কথা বলারও আসংকাও থেকে যায়। অনেক পরিবারকে ভেঙ্গে যাওয়া থেকে রক্ষা করা যায়। আবার নিজের পরিবারকে পর্যাপ্ত সময় না দিতে পারার অপরাধবোধের দংশনে আক্রান্ত হওয়ার বিপদ থাকতেও পারে। পদে পদে প্রশংসিত হবার মতো কাজের স্তুপ আছে। ডানে বামে কালিমা লেপে অপদস্ত করার জন্য স্বার্থান্বেষী মহলের আনাগোনাও আছেই। অনেক ওপরে, জানি না কত ওপরে, ওঠার নাকি সম্ভাবনা আছে। হঠাৎ করেই কারণে বা অকারণে পা পিছলে অনেক গহীনে পড়ে যাওয়ার বিপদসংকূল পরিবেশও আছে। সবই আছে, আবার কিছুই নাই। শূণ্য থেকে শুরু, শূণ্যে শেষ। দিন শেষে মানুষের ভালোবাসা ও ঘৃণার সমন্বয়ে বেঁচে থাকার এক অদ্ভুত আনন্দ এখানে আছে।
--------------------------------------------------সহস্র সুমন-------------------------------------------------------
ফেসবুক হতে সংকলিত

June 2021

 
Support : | RSTSBD | RSTSBD
Copyright © 2017. রূপকল্প ২০৪১ - All Rights Reserved
This Blog Published by RSTSBD
Created by Uno Badalgachi