করোনা ভাইরাস মোকাবেলায় ঘরে থাকুন, সুস্থ্য থাকুন। April 2021 - রূপকল্প ২০৪১

নুর ইসলামকে ত্রাণ ও দুর্যোগ অধিদপ্তরের সহায়তা প্রদান

Detail


বদলগাছির পাহাড়পুর সোমপুর বিহারের পাশে অবস্থিত নুর ইসলামের দোকানটি কিছুদিন আগে পুড়ে গিয়েছিল।

নুর ইসলামকে ত্রাণ ও দুর্যোগ অধিদপ্তরের দেয়া ০৩ বান্ডিল টিন ও ৯০০০/- টাকা সহায়তা

 প্রদান করেন ৪৮, নওগাঁ -৩ (মহাদেবপুর -বদলগাছি) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মো. ছলিম উদ্দিন তরফ

বদলগাছী উপজেলায় বোরো মৌসুমের নমুনা শস্য কর্তনের উদ্বোধন করা হয়েছে।

Detail


উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাসান আলীর সভাপতিত্বে শুক্রবার(২৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বালুভরা ইউনিয়নের বারাতৈল গ্রামে

তফিজ উদ্দীন এর তিন একর জমিতে বোরো ধানের নমুনা শস্য কর্তন করে অনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়।

 শস্য কর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা

চেয়ারম্যান শামসুল আলম খান, উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিন, সহকারী কমিশনার(ভূমি) সুমন জিহাদী, 

উপজেলা ভাইস চেয়ারম্যান ইমামুল আল হাসান (তিতু), বালুভরা ইউপি চেয়ারম্যান শেখ মো. আয়েন উদ্দীন সহ আরো অনেকে।


কৃষি কর্মকর্তা  হাসান আলী বলেন, চলতি মৌসুমে ১১ হাজার ৭শত ৫০ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে । যা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি। 

এবারের আবহাওয়া অনুকুলে থাকায় বোরো ধানের ফলন অনেক ভালো হয়েছে।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা আলপনা ইয়াসমিন বলেন, অনুষ্ঠানিকভাবে  নমুনা শস্য হিসেবে বোরো ধান কর্তন করে

ধান কাটার উদ্বোধন করা হলো। তবে উপজেলার সাধারণ কৃষক শ্রমিকসংকটের দূঃশ্চিন্তা করছে। কিন্ত প্রশাসনের পক্ষ থেকে দেশের বিভিন্ন জেলা হতে শ্রমিক সরবরাহ করা হবে , 

তাই ধান কাটা শ্রমিক সংকটে পরবে না ধান চাষীরা।

info: dainikalorsomoy

ভ্রাম্যমান আদালত ২ টি ইট ভাটাতে অভিযান চালায়।

Detail


 নওগাঁ জেলার  বদলগাছী উপজেলায় ভ্রাম্যমান আদালত ২ টি ইট ভাটাতে অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আলপনা ইয়াসমিন।


জানা যায়, ২১/০৪/২১ ইং বুধবার  আধাইপুর ইউনিয়নের চকমথুর মৌজায় অবস্থিত মেসার্স খান ব্রিক্স এবং মথুরাপুর ইউনিয়নের চাপাডাল

 মৌজায় অবস্থিত এমবিএফ ইটভাঁটাতে অভিযান চালালে লাইসেন্স না থাকায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ মোতাবেক প্রত্যেক

 ইটভাটায় ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা অর্থদন্ড করেন।

 এসময় সহকারী কমিশনার (ভূমি) সুমন জিহাদী এবং সাথে পুলিশ ফোর্স উপস্থিত ছিল।

সূত্রঃ u71news

লকডাউন বাস্তবায়ন ও প্রয়োজনে বাইরে আসা জনগণের মাঝে মাস্ক বিতরণ

Detail

 




লকডাউন বাস্তবায়ন ও প্রয়োজনে বাইরে আসা জনগণের মাঝে মাস্ক পরিধানের সচেতনতা হিসেবে আজ বদলগাছি, মিঠাপুর, আধাইপুর ও কোলা ইউনিয়নে মাস্ক বিতরণ করেন ইউএনও আলপনা ইয়াসমিন এবং এসিল্যান্ড সহস্র সুমন।

সেই সাথে মোবাইল কোর্ট পরিচালনা করে ০৩টি মামলায় ৬৫০/-  টাকা অর্থদণ্ড প্রদান করা  হয়। স্বাস্থ্যবিধি মেনে চলুন ও করোনামুক্ত থাকুন।

April 2021

 
Support : | RSTSBD | RSTSBD
Copyright © 2017. রূপকল্প ২০৪১ - All Rights Reserved
This Blog Published by RSTSBD
Created by Uno Badalgachi