করোনা ভাইরাস মোকাবেলায় ঘরে থাকুন, সুস্থ্য থাকুন। March 2017 - রূপকল্প ২০৪১

পরাধীনতার শিকল ভাঙার দিন এই ২৬ শে মার্চ

Detail

২৬ শে মার্চ আমাদের জাতির আত্মপরিচয় অর্জনের দিন। পরাধীনতার শিকল ভাঙার দিন। আসুন সকল ভেদাভেদ ভুলে মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে আমরা ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাই। সবাই মিলে একটি অসাম্প্রদায়িক, ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি। প্রতিষ্ঠা করি জাতির পিতার স্বপ্নের ‘সোনার বাংলা’। আজকের এই ঐতিহাসিক দিনে এই হোক আমাদের অঙ্গীকার। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আজ শনিবার দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এ কথা জানান।
প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার মহান মুক্তিযুদ্ধের চেনতায় উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গত ৮ বছরে আমরা দেশের প্রতিটি সেক্টরে কাঙ্খিত অগ্রগতি অর্জন করেছি। আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশ এখন বিশ্বে ‘রোল মডেল’। ২০২১ সালের আগেই আমরা বাংলাদেশকে মধ্যম আয়ের এবং ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত করব, ইনশাআল্লাহ।
প্রধানমন্ত্রী স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক গোষ্ঠী এবং উন্নয়ন ও গণতন্ত্রবিরোধীদের যেকোনো অপতৎপরতা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতা বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন। এই অর্জনকে অর্থপূর্ণ করতে সবাইকে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে হবে, স্বাধীনতার চেতনাকে ধারণ করতে হবে। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে পৌঁছে দিতে হবে। স্বাধীনতা দিবসের প্রাক্কালে বাঙালি জাতির মুক্তি সংগ্রামের মহানায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যাঁর অবিসংবাদিত নেতৃত্বে আমরা অর্জন করেছি প্রিয় স্বাধীনতা।
শেখ হাসিনা মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দেশবাসী এবং প্রবাসী বাঙালিদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, আমরা সপরিবারে জাতির পিতা হত্যার বিচারের রায় কার্যকর করেছি। একাত্তরের মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর করা হচ্ছে। জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ নির্মূলে আমাদের সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। সংবিধানে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলের সুযোগ বন্ধ করেছি। স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক গোষ্ঠী এবং উন্নয়ন ও গণতন্ত্রবিরোধীদের যে-কোনো অপতৎপরতা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করার জন্য আজকের এদিনে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে বাঙালি জাতি দীর্ঘ ২৩ বছর পাকিস্তানি শাসকদের নিপীড়ন এবং বঞ্চনার বিরুদ্ধে লড়াই করে। তারা বাধ্য হয় ১৯৭০ সালে দেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের। নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বাধীন বাংলাদেশ আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। কিন্তু পাকিস্তানি শাসকগোষ্ঠী গণতান্ত্রিক উপায়ে ক্ষমতা হস্তান্তর না করে উল্টো নিবর্তনমূলক ব্যবস্থা গ্রহণ করে। বঙ্গবন্ধু ৭ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানের জনসমুদ্রে বজ্রকণ্ঠে ঘোষণা করেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’। তিনি বাঙালি জাতিকে শত্রুর মোকাবিলা করার নির্দেশ দেন।
তিনি মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহিদ এবং দুই লাখ সম্ভ্রমহারা মা-বোনকে শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘ যাঁদের সর্বোচ্চ আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে কাঙ্খিত বিজয়। তিনি শ্রদ্ধাজ্ঞাপন করেন জাতীয় চার নেতার প্রতি। সম্মান জানান যুদ্ধাহত মুক্তিযোদ্ধাসহ সকল মুক্তিযোদ্ধাকে। যারা স্বজন হারিয়েছেন, নির্যাতিত হয়েছেন তাদের প্রতি গভীর সমবেদনা জানান এবং সকল বন্ধুরাষ্ট্র, সংগঠন ও ব্যক্তি, যারা আমাদের মুক্তিযুদ্ধে অকৃপণ সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।
প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তানি হানাদার বাহিনী ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে নিরীহ ও নিরস্ত্র বাঙালির ওপর হত্যাযজ্ঞ শুরু করে। ঢাকাসহ দেশের শহরগুলোতে হাজার হাজার মানুষকে হত্যা করে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ২৬ মার্চের প্রথম প্রহরে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। এই ঘোষণা টেলিগ্রাম, টেলিপ্রিন্টার ও তৎকালীন ইপিআর-এর ওয়ারলেসের মাধ্যমে সমগ্র বাংলাদেশে ছড়িয়ে দেওয়া হয়। আন্তর্জাতিক গণমাধ্যমেও এই ঘোষণা প্রচারিত হয়। জাতির পিতার নির্দেশে পরিচালিত ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জিত হয়।
 সূত্র: বিডি প্রতিদিন/ মজুমদার

এডোব ইলাস্ট্রেটর ডাউনলোড করুন-১০.০

Detail
এডোবি ইলাস্ট্রেটরে যেকোনো ধরনের ভেক্টর গ্রাফিক্স বা ইমেজ তৈরির জন্য ইলাস্ট্রেটর একটি সেরা সফটওয়্যার। সুতরাং ভেক্টর গ্রাফিক্স তৈরি বা এডিট করবার যেকোনো ধরনের কাজ ইলাস্ট্রেটরে করা যেতে পারে। প্রিন্ট মিডিয়ায় ব্যবহারের জন্য যেকোনো ডিজাইন এবং টেক্সট তৈরির কাজ ইলাস্ট্রেটরে করা যায়। টেক্সট ও গ্রাফিক্সের সমন্বয়ে আকর্ষণীয় পোস্টার, লিফলেট, ব্রসিওর, বইয়ের কাভার প্রভৃতি তৈরি থেকে প্রিন্ট করার জন্য প্রয়োজনীয় কালার সেপারেশন করে লেসার বা ফিল্ম আউটপুট তৈরির পুরো প্রক্রিয়াটিও ইলাস্ট্রেটরে সম্পন্ন করে ফেলা যায়।
ইন্টারএ্যাকটিভ যেকোনো প্রেজেন্টেশন, ওয়েব পেজ, এপ্লিকেশন সফটওয়্যার গেম প্রভৃতির লোডিং পেজ, ইন্টারফেস ইত্যাদির আকর্ষণীয় গ্রাফিক্স সমৃদ্ধ লেআউট তৈরির কাজটি করা যায় ইলাস্ট্রেটরে। কার্টুন বা এনিমেশনে ব্যবহারের জন্য যেকোনো ধরনের ব্যাকগ্রাউন্ড, ক্যারেক্টার ড্রইংসহ সব ধরনের আঁকাআঁকির কাজে ইলাস্ট্রেটর পুরোপুরি স্বয়ংসমৃদ্ধ এবং কার্যকরী একটি সফটওয়্যার। যেকোনো ধরনের নকশা, কারুকাজ বা ম্যাপ এমনকি অনেকক্ষেত্রে আর্কিটেকচারাল ড্রইং করবার জন্যও ইলাস্ট্রেটর ব্যবহৃত হয়ে থাকে।  
ইলাস্ট্রেটরে টেক্সটকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা থেকে শুরু করে টেক্সটের যেকোনো ধরনের এডিটিং ও কম্পোজিশনের কাজ করার সুবিধা রয়েছে। সুতরাং বিভিন্ন ধরনের, টাইটেল, কোম্পানি লোগো, ব্যানার, পণ্যের মোড়ক, স্টিকার প্রভৃতি ইলাস্ট্রেটর ব্যবহার করে মানসম্পন্নভাবে তৈরি করা যায়। যেকোনো ধরনের ইংরেজি বা বাংলা টাইপ ও ফরমেটের কাজটিও আপনি ইলাস্ট্রেটর ব্যবহার করে করতে পারেন।
এই প্রয়োজনীয় সফটওয়ারটির  ক্রাক ফাইল সহ ডাওনলোড লিংক দেয়া হলো। আগামীতে টিউটোরিয়াল দেয়া হবে ধাপে ধাপে।

সহজেই সেটআপ করুন ফটোসপে প্লাগ্নিস (Plug-Ins)

Detail
সমস্ত প্রশংসা সেই রাব্বুল আলামিন এর দরবারে যিনি বিশ্ব জাহানের মালিক।  প্রতিনিয়ত কম্পিউটারের ব্যবহার বাড়ছে।এর সাথে তৈরী হচ্ছে বিভিন্ন ধরনের সফটওয়ার। তবে গ্রাফিক্সের জন্য ফটোসপের বিকল্প আর নেই। বর্তমানে এমনও ব্যক্তি আছেন যারা শুধু মাত্র ফটোশপ ছাড়া আর কিছুই জানেন না। তারা সর্বদা ফটোশপ নিয়ে থাকেন এবং
খুব ভালো কাজ জানে। তবে ফটোসপে কাজ করতে গেলে কিছু প্লাগ্নিস লাগে। যা কিনা আপনার কাজকে অনেক সহজ করে দিবে। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারেন যে, প্লাগ্নিসটা কি?
প্লাগ্নিসটা: আসলে প্লাগ্নিসটা হচ্ছে আপনার ফটোশপের জন্য তৈরী করা কিছু ইফেক্ট। যা কিনা আপনার কাজকে আরো সহজ করে দিবে। অর্থা আপনার জন্য কিছু ইফেক্ট তৈরী করা আছে। যারা ফটোসপের কাজ জানেন বা নতুন শিখছেন তারা অন্তত এতটুকু বুঝতে পারেন যে, ছবিতে কোন সমস্যা হলে আপনারা ফটোসপের সাহায্যে তা ঠিক করেণ। ঠিক এই রকম কিছু কাজ আছে যা করতে অনেক সময় লাগে। ঠিক এই জাতীয় কাজ নির্দিষ্ট করে তৈরী করা আছে। আপনি শুধূ ক্লিক করবেন আর আপনার কাজ হয়ে যাবে।
কিন্তু এই প্লাগ্নিসটা অনেকেই ঠিক মত সেটআপ করতে পারেন না। এটা সেটআপ করার কিছু নিয়ম আছে। তাই আজকে আমি আপনাদের শিখাবো কিভাবে সেটআপ করতে হয় এবং এটির ব্যবহার। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে এই লিংক থেকে প্লাগ্নিস গুলো ডাউনলোড করুন। ডাউনলোড হলে আনজীপ করুন। তাহলে নিচের মত ছবিটি হবে।

এবার সবগুলো করি করুন।
তারপরে আপনি যেখানে ফটোসফ সেটআপ করেছেন সেই জায়গায় যান। অর্থাত সেটআপ ডাইরেক্টরী। সাধারনত এটি সি(C:\Program Files) ড্রাইভে প্রোগ্রামসে থাকে। ধরে নিলাম আপনি সি ড্রাইভে ফটোসফ সেটআপ করেছেন। তাই আপনাকে সরাসরি সেই ড্রাইভে যেতে হবে(C:\Program Files\Adobe\Adobe Photoshop CS3)। এই জন্য  প্রথমে মাই কম্পিউটারে গিয়ে সি(C) ড্রাইভ ওপেন করুন।
তারপরে প্রোগ্রাম ফাইলস (Program Files) ওপেন করুন
তারপরে এডোব (Adobe) ফোল্ডারটি ওপেন করুন।
এবার আপনি যদি ফটোশপ (সিএস, সিএস২, সিএস৩) অথবা যে ভার্সন আপনি সেটআপ করেছেন ঠিক সেই ফোল্ডারটি ওপেন করুন। আপনি ফটোশফ সিএস৩ ব্যবহার করি।
তাহলে নিচের মত ছবিটি দেখতে পাবেন। এবার এইখানে লক্ষ করুন যে Plug-Ins নামক একটি ফোল্ডার আছে। এই ফোল্ডারটি ওপেন করুন।
 এবার আপনার কপি করা প্লাগ্নিস গুলো এই  ফোল্ডারের ভিতরে পেষ্ট করুন। 
তারপরে ফোল্ডারটি বন্ধ করে আপনি আপনার ফটোসফ চালু করুন। চালু হবার পরে একটি ছবি ওপেন করুন। 
 এবার মেনুবার থেকে ফিল্টার তারপরে একদম নিচে গ্রেইন সার্জারি তে ক্লিক করে রিমুভ গ্রেইন। 
তারপরে ছবিটিতে লক্ষ করুন। একটি স্মুত ভাব তৈরী হয়েছে।
তবে সাবধান ভাবে করতে হবে কোন কোন ছবিতে এই ইফেক্ট এরমান কমিয়ে দিতে হবে। নিচের ছবিতে লক্ষ করুন লাল বর্ডার দেয়া।
১০০ এর নিচের হলে কমবে আর ১০০ উপরে বাড়বে। তবে ১০০ উপরে দেয়া ঠিক হবে না। আপনার আপনাদের নতুন নতুন ছবি নিয়ে চেষ্টা করুন বার বার ব্যবহার করুন তখন বুঝে যাবেন কিভাবে ব্যবহার করতে হবে।

Adobe Photoshop CS6 Portable version

Detail
যাহারা এডোবি ফুল ভাসর্নের সিরিয়ার কি নিয়ে প্রোবলেমে পড়েছেন তাদের জন্য সহজ সমাধান ।


নিচে ডাওনলোড  লেখাতে ক্লিক করে নামিয়ে নিন।

Adobe Photoshop CS6 Portable Full Version Download

March 2017

 
Support : | RSTSBD | RSTSBD
Copyright © 2017. রূপকল্প ২০৪১ - All Rights Reserved
This Blog Published by RSTSBD
Created by Uno Badalgachi