করোনা ভাইরাস মোকাবেলায় ঘরে থাকুন, সুস্থ্য থাকুন। এডোব ইলাস্ট্রেটর ডাউনলোড করুন-১০.০ - রূপকল্প ২০৪১

এডোব ইলাস্ট্রেটর ডাউনলোড করুন-১০.০

এডোবি ইলাস্ট্রেটরে যেকোনো ধরনের ভেক্টর গ্রাফিক্স বা ইমেজ তৈরির জন্য ইলাস্ট্রেটর একটি সেরা সফটওয়্যার। সুতরাং ভেক্টর গ্রাফিক্স তৈরি বা এডিট করবার যেকোনো ধরনের কাজ ইলাস্ট্রেটরে করা যেতে পারে। প্রিন্ট মিডিয়ায় ব্যবহারের জন্য যেকোনো ডিজাইন এবং টেক্সট তৈরির কাজ ইলাস্ট্রেটরে করা যায়। টেক্সট ও গ্রাফিক্সের সমন্বয়ে আকর্ষণীয় পোস্টার, লিফলেট, ব্রসিওর, বইয়ের কাভার প্রভৃতি তৈরি থেকে প্রিন্ট করার জন্য প্রয়োজনীয় কালার সেপারেশন করে লেসার বা ফিল্ম আউটপুট তৈরির পুরো প্রক্রিয়াটিও ইলাস্ট্রেটরে সম্পন্ন করে ফেলা যায়।
ইন্টারএ্যাকটিভ যেকোনো প্রেজেন্টেশন, ওয়েব পেজ, এপ্লিকেশন সফটওয়্যার গেম প্রভৃতির লোডিং পেজ, ইন্টারফেস ইত্যাদির আকর্ষণীয় গ্রাফিক্স সমৃদ্ধ লেআউট তৈরির কাজটি করা যায় ইলাস্ট্রেটরে। কার্টুন বা এনিমেশনে ব্যবহারের জন্য যেকোনো ধরনের ব্যাকগ্রাউন্ড, ক্যারেক্টার ড্রইংসহ সব ধরনের আঁকাআঁকির কাজে ইলাস্ট্রেটর পুরোপুরি স্বয়ংসমৃদ্ধ এবং কার্যকরী একটি সফটওয়্যার। যেকোনো ধরনের নকশা, কারুকাজ বা ম্যাপ এমনকি অনেকক্ষেত্রে আর্কিটেকচারাল ড্রইং করবার জন্যও ইলাস্ট্রেটর ব্যবহৃত হয়ে থাকে।  
ইলাস্ট্রেটরে টেক্সটকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা থেকে শুরু করে টেক্সটের যেকোনো ধরনের এডিটিং ও কম্পোজিশনের কাজ করার সুবিধা রয়েছে। সুতরাং বিভিন্ন ধরনের, টাইটেল, কোম্পানি লোগো, ব্যানার, পণ্যের মোড়ক, স্টিকার প্রভৃতি ইলাস্ট্রেটর ব্যবহার করে মানসম্পন্নভাবে তৈরি করা যায়। যেকোনো ধরনের ইংরেজি বা বাংলা টাইপ ও ফরমেটের কাজটিও আপনি ইলাস্ট্রেটর ব্যবহার করে করতে পারেন।
এই প্রয়োজনীয় সফটওয়ারটির  ক্রাক ফাইল সহ ডাওনলোড লিংক দেয়া হলো। আগামীতে টিউটোরিয়াল দেয়া হবে ধাপে ধাপে।

Related post you might see:

Share this product :

Post a Comment

 
Support : | RSTSBD | RSTSBD
Copyright © 2017. রূপকল্প ২০৪১ - All Rights Reserved
This Blog Published by RSTSBD
Created by Uno Badalgachi