করোনা ভাইরাস মোকাবেলায় ঘরে থাকুন, সুস্থ্য থাকুন। ৮০০ মিঃ সড়ক পাঁকা করণ কাজের শুভ উদ্বোধন - রূপকল্প ২০৪১

৮০০ মিঃ সড়ক পাঁকা করণ কাজের শুভ উদ্বোধন

নওগাঁর বদলগাছী উপজেলা ডাঙ্গীসারা ছেলেকালী পূজা মন্ডপ হইতে কাদিবাড়ী হয়ে জিধিরপুর ঝরনা রাইসমিল পর্যন্ত সড়কের ৮০০ মিঃ সড়ক পাঁকা করণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল শুত্রুবার বিকাল ৪ টায় উক্ত রাস্তার পাঁকা করন কাজের উদ্বোধন করেন রাজশাহী বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সাবেক এমপি আলহাজ ড. মোঃ আকরাম হোসেন চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির সঙ্গে ছিলেন বিএমডিএ’র নওগাঁ জেলা নির্বাহী প্রকৌশলী মোঃ শরিফুল ইসলাম, বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার মোঃ হুসাইন শওকত, বিএমডিএ’র সহকারী প্রকৌশলী মোঃ হারুন অর রশিদ, উপজেলা আওয়াীমলীগ সভাপতি আ.জা.ম শফি মাহমুদ, সাধারন সম্পাদক আবু খালেদ বুলু, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী হেলাল, আনোয়ার হোসেন, জেলা মহিলা যুবলীগ এর সাধারন সম্পাদক ফেন্সি চৌধুরী, উপজেলা মহিলা যুবলীগ এর সভাপতি মমতাজ বেগম, আধাইপুর ইউনিয়ন মহিলা যুবলীগ এর সভাপতি সাবিনা ইয়াছমিন নিলু উপজেলা যুবলীগ সভাপতি ইমামুল হাসান তিতু, সহ-সভাপতি সাজু, প্রমুখ। প্রধান অতিাথ কৃষিপণ্য বাজারজাত করণে গ্রামীণ যোগাযোগ উন্নয়ন প্রকল্পের আওতায় বরাদ্দকৃত উদ্বোধনী সড়ক ছেলেকালী থেকে কাদিবাড়ী নদীর খেয়াঘাট পর্যন্ত ৮০০ মিঃ রাস্তা নির্মান কাজের উদ্বোধন করার সময় বাঁকী সড়ক ঝরনা রাইচমিল পর্যন্ত বরাদ্ধ এনে একই সঙ্গে যাতে কাজ সমাপ্ত করা হয় এর জন্য নেতাকর্মীরা প্রধান অতিথির নিকট দাবী জানান। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার দিনেশ সিংহ প্রধান অতিথির নিকট এ সড়ক থেকে ডাঙ্গিসারা গ্রামের শেষ মাথা পর্যন্ত সড়ক পাকা করনেরও দাবী জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হুসাইন শওকত এই দাবী দাওয়ার সঙ্গে একমত পোষন করে বাঁকী সড়কের বরাদ্দ এনে একই সঙ্গে কাজ সমাপ্ত করার জন্য প্রধান অতিথিকে অনুরোধ জানান।

Related post you might see:

Share this product :

Post a Comment

 
Support : | RSTSBD | RSTSBD
Copyright © 2017. রূপকল্প ২০৪১ - All Rights Reserved
This Blog Published by RSTSBD
Created by Uno Badalgachi