করোনা ভাইরাস মোকাবেলায় ঘরে থাকুন, সুস্থ্য থাকুন। উপজেলা বিজ্ঞান ও প্রযু্ক্তি ক্লাব - রূপকল্প ২০৪১

উপজেলা বিজ্ঞান ও প্রযু্ক্তি ক্লাব

সংস্থার নামঃ উপজেলা বিজ্ঞান ও প্রযু্ক্তি ক্লাব
সংস্থার ঠিকানাঃ বদলগাছী, নওগাঁ।
কর্মএলাকাঃ বদলগাছী উপজেলা
সংস্থার উদ্দেশ্যঃ
১। উপজেলার জনসাধারণকে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে সচেতন করে গড়ে তোলার লক্ষ্যে কার্যক্রম গ্রহন করা।
২। উপজেলার সকল পর্যায়ের নাগরিকগনকে বিজ্ঞান ও প্রযু্ক্তি বিষয়ে বাস্তব ধারনা প্রদান এবং সর্বস্তরের বিজ্ঞান ও প্রযু্ক্তিকে জন প্রিয় করে তোলা।
৩। জনগনকে কৃষি, স্বাস্থ্য সহ দৈনন্দিন জিবনে বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহারে উৎসাহ প্রদান করা, এবং এতদ্ব সংক্রান্ত বিষয়ে স্থানিয় সমস্যা চিহ্নিত করে ক্লাবের মাধ্যমে সমাধানের বাস্তবমুখী পদক্ষেপ গ্রহন করা।
৪। শিশু কিশোর তরুন উদ্যোগী সকলকে বিজ্ঞান ও প্রযুক্তি ধর্মীয় উদ্ভাবনীমূলক কাজে সার্বিক সহযোগীতা ও উৎসাহ প্রদান।
৫। বিজ্ঞান মেলা , বিজ্ঞান প্রদশর্নী, বিজ্ঞান বিষয়ক চলচিত্র প্রদর্শনী ও বিজ্ঞান বিষয়ক প্রতিযোগীতা সহ নানা বিধ প্রতিযোগীতার আয়োজন করা।
৬। বিজ্ঞান ও প্রযু্ক্তি বিষয়ে কৃতি ব্যক্তিদের উৎসাহ ও পুরস্কৃত করা।
৭। বিজ্ঞান ও প্রযুক্তি ভিত্তিক বিভিন্ন আলোচনা সভার আয়োজন করা এবং বিজ্ঞান ও প্রযু্ক্তি বিষয়ে বিভিন্ন প্রকাশনার ব্যবস্থা করা।
৮। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে শিশু কিশোরদের মেধা বিকাশের সহায়তার জন্য স্থানীয় পর্যায়ে বিজ্ঞান ও প্রযু্ক্তি বিষয়ে জাদুঘর , বিজ্ঞান গবেষনাগার এবং লাইব্রেরী প্রতিষ্ঠা করা।
৯। সৌরজগত তথা মহাকাশ বিষয়ে জনগনের মধ্যে আগ্রহ ও উদ্দীপনা সৃষ্টি করা।
১০। বিজ্ঞান ও প্রযুক্তি ভিত্তিক উন্নয়নের জন্য বিভিন্ন প্রকার সেবা মূলক প্রকল্প প্রনয়ন ও বাস্তবায়ন ।
১১। উপজেলার অন্তর্গত বিভিন্ন বিজ্ঞান বিষয়ক ক্লাবকে শাখা ক্লাব হিসাবে তালিকা ভূক্ত করণ এবং শাখা ক্লাব সমূহকে বিভিন্ন সহযোগিতা ও উৎসাহ প্রদান এবং সকল ক্লাবের মধ্যে পারস্পরিক সমন্বয় সাধনের মাধ্যমে উপজেলায় বিজ্ঞানের অগ্রযাত্রা তরানিত্ব করা।
১২। উপজেলায় বিজ্ঞান বিষয়ক সরকারী নীতিমালা সুষ্ঠ বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করা।
১৩। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহযোগিতায় ভ্রাম্যমান বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করা।
১৪। জেলা পর্যায়ে অনুষ্ঠিতব্য জাতীয় বিজ্ঞান ও প্রযু্ক্তি সপ্তাহের কার্যক্রমে অংশ গ্রহন।

Related post you might see:

Share this product :

Post a Comment

 
Support : | RSTSBD | RSTSBD
Copyright © 2017. রূপকল্প ২০৪১ - All Rights Reserved
This Blog Published by RSTSBD
Created by Uno Badalgachi