করোনা ভাইরাস মোকাবেলায় ঘরে থাকুন, সুস্থ্য থাকুন। ভিশন ২০২১ বাস্তবায়নে- স্বল্প মেয়াদী আইসিটি প্রশিক্ষণ গ্রহন করুন। - রূপকল্প ২০৪১

ভিশন ২০২১ বাস্তবায়নে- স্বল্প মেয়াদী আইসিটি প্রশিক্ষণ গ্রহন করুন।

সম্প্রতি বাংলাদেশ ডিজিটাল সু-সরকার বদলগাছী উপজেলার প্রায় ৮১টি প্রাথমিক বিদ্যালয়ে ডিজিটাল পদ্ধতিতে ক্লাস গ্রহন এবং স্কুল পরিচালনার লক্ষ্যে ল্যাপটপ প্রদান করেছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, অধিকাংশ শিক্ষকগনই সে ল্যাপটপ এবং ইন্টারনেট এর সঠিক ব্যবহার ও পরিচালনার জন্য তেমন কোন প্রশিক্ষন  পাননি। যার করণে সরকাররে লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন ব্যহত হচ্ছে। তাই সম্মানিত শিক্ষকগনকে  অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, 
 ভিশন ২০২১ বাস্তবায়নে-
বদলগাছী উপজেলা বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাব - এর উদ্দ্যোগে

 ডিজিটাল ক্লাস কন্টেন্ট দ্বারা ক্লাস গ্রহণ সহজ এবং সাবলীল করতে ক্লাব - সময়  উপযোগী প্রয়োজনীয় সেবা প্রদান করার পদক্ষেপ হাতে নিয়েছে। আপনাদের সুচিন্তিত সিদ্ধান্ত ও অংশগ্রহন প্রত্যাশা করছি। যার মাধ্যমে শুধু শিক্ষকগনই নন সাথে শিক্ষা প্রতিষ্ঠানগুলোও ডিজিটাল শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে আত্ম প্রকাশ করতে সক্ষম হবে।
 আর এতে করে ভিশন ২০২১ বাস্তাবয়নে  বদলগাছী উপজেলা সরাসরি ভূমিকা রাখতে সক্ষম হবে।
আমাদের সেবা সমূহঃ
১। স্বল্প মেয়াদী এবং কার্যকরী ল্যাপটপ, ডেস্কটপ এবং অ্যান্ড্রয়েড অপারেটিং প্রশিক্ষণ প্রদান।
২। বিভিন্ন ধরনের হার্ডওয়ার, সফটওয়ার, অনলাইন, অফলাইন সমস্যা সমাধান এবং অনলাইন নিরাপত্তা প্রশিক্ষণ প্রদান।
৩। নেটওয়ার্কিং, ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম সহ প্রয়োজনীয় সকল অফিস প্রোগ্রাম প্রশিক্ষণ।
৪। প্রাক প্রাথমিক বিজয় ডিজিটাল কন্টেন্ট , লাইসেন্স সংস্করণ।
৫। প্রথম হতে পঞ্চম শ্রেনী পর্যন্ত সকল ডিজিটাল কন্টেন্ট সরবরাহ ও তার ব্যবহার।
৬। গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং এবং প্রয়োজনীয় হার্ডকপি, সফট কপি প্রদান।
৭। নিজের এবং শিক্ষা প্রতিষ্ঠানের ইমেইল, ব্লগ, ওয়েবসাইট এবং ফোরাম পরিচালনা করা।
৮। দূরবর্তী শিক্ষকদের জন্য ইউনিয়ন ভিত্তিক প্রশিক্ষণ প্রদান সুবিধা প্রদান করা হবে।

উপরে উল্ল্যেখিত সেবা গ্রহনে শিক্ষক সমাজ হয়ে উঠবে ডিজিটাল এবং দক্ষ। যারা দেশ ও জাতি গঠনে ভূমিকা রাখতে হবে আরো অগ্রগামী ।

প্রয়োজনে যোগাযোগ করুনঃ
বদলগাছী উপজেলা আই.সি.টি প্রশিক্ষন কেন্দ্র
পশু হাসপাতার সংলগ্ন,
বদলগাছী, নওগাঁ।
০১৭৯৫-৬৩৫৮৭২ (তাইয়েব), ০১৭১৭-২২৯৬১৭ (শামীম)
                       ফেসবুক পেজঃ https://web.facebook.com/bubpc

Related post you might see:

Share this product :

Post a Comment

 
Support : | RSTSBD | RSTSBD
Copyright © 2017. রূপকল্প ২০৪১ - All Rights Reserved
This Blog Published by RSTSBD
Created by Uno Badalgachi