করোনা ভাইরাস মোকাবেলায় ঘরে থাকুন, সুস্থ্য থাকুন। ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহার চত্বরে আন্তর্জাতিক বৈশাখ ডে উদযাপন অনুষ্ঠান - রূপকল্প ২০৪১

ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহার চত্বরে আন্তর্জাতিক বৈশাখ ডে উদযাপন অনুষ্ঠান

ঐতিহ্যমন্ডিত ঐতিহাসিক স্থান সোমপুর (পাহাড়পুর) বৌদ্ধ বিহার চত্বর আন্তর্জাতিক বৈশাখ ডে উদযাপন সদ্ধর্মসভা অষ্টপরিষ্কার সহ সংঘদান প্রব্রজ্যাদান ও দি বুড্ডিষ্ঠ ট্ররিজম এর উদ্বোধনী অনুষ্টান ১৮ মে শুক্রবার দিবসব্যাপী জ্ঞান সারথী অধ্যাপক জ্ঞানরত্ন মহাস্থবির বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সাংগঠনিক সম্পাদক এর সভাপতিত্বে অনুষ্টিত হয়। যথাক্রমে উদ্বোধক অধ্যাপক ডা: উত্তম কুমার বড়ুয়া পরিচালক, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল ঢাকা, প্রধান ধর্মদেশক চট্রগ্রাম পালি বিভাগের প্রাক্তন চেয়ারম্যান ড: জ্ঞানরত্ন মহাস্থবির ,, সদ্বর্মদেশক এল অনুরুদ্ধ মহাস্থবির , বোধিমিত্র থের প্রধান অতিথী জনাব মো: ছলিম উদ্দীন তরফদার এম পি (বদলগাছী মহাদেবপুর)।

 প্রধান বক্তা ড: এ কে আব্দুল মোমেন সাবেক স্থায়ী প্রতিনিধি,
 জাতিসংঘ বিশেষ অতিথী জনাব মো: মিজানুর রহমান জেলা প্রশাসক, নওগাঁ
 জনাব মো: ইকবাল হোসেন পুলিশ সুপার, নওগাঁ । 
জনাব মাসুম আলী বেগ উপজেলা নির্বাহী অফিসার, বদলগাছী নওগাঁ 

Related post you might see:

Share this product :

Post a Comment

 
Support : | RSTSBD | RSTSBD
Copyright © 2017. রূপকল্প ২০৪১ - All Rights Reserved
This Blog Published by RSTSBD
Created by Uno Badalgachi